শ্রীলঙ্কায় কলম্বোর সমুদ্রসৈকতে সেলফিতে রাব্বি-তাসকিনরা
খেলা ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। সোমবারই মুশফিকুর রহীমরা পা রেখেছেন অনিন্দ্য সুন্দর সেই দেশটিতে। এরপর থেকেই টাইগার ভক্তদের মনে উঁকি দিয়ে যাচ্ছে- প্রিয় তারকারা কে কি করছেন? আর এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা সব সময় চোখ রাখেন। তবে তাদের হতাশ করেননি কামরুল ইসলাম রাব্বি। দ্বীপ রাষ্ট্রে পৌঁছে সোমবার রাতে ডিনারের সেলফি ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পোস্ট করেছেন ডানহাতি এই পেসার।
২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে কারণে টাইগাররা রয়েছেন ওয়েস্ট শ্রীলঙ্কায়। সেখানে সোমবার রাতে ডিনারে কিছুটা সময় কাটান তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বি। কালুবোভিলা ওয়েস্ট সমুদ্রসৈকতে খোলা আকাশের নীচে সেই ছবিতে তাদের দেখা যায় খাবার সামনে নিয়ে রাব্বির সেলফিতে।
শ্রীলঙ্কাতে খুব একটা ক্রিকেটের বাইরে সময় কাটানোর সুযোগ নেই ক্রিকেটারদের। কেননা ২ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা মিশন। প্রস্তুতি ম্যাচের তিনদিন পর অর্থাৎ ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শেষ টেস্টটি ১৫ মার্চ শুরু হবে কলম্বোর পি সারা ওভালে। যে ম্যাচ দিয়েছে টেস্টে ক্রিকেটে নিজেদের শততম ম্যাচে মাঠ নামবেন টাইগাররা।
বাংলাদেশের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২৫ মার্চ ডাম্বুলায়। তার আগে ২২ মার্চ হবে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ। এদিকে ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ডাম্বুলাতেই। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
এদিকে আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরই টাইগারদের দেশে ফেরার পালা।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল