শ্রীলঙ্কায় মিলল গণকবর, ২০টি শিশুর!
আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি
শ্রীলঙ্কার সবচেয়ে বড় গণকবর খনন করে ২৭৮টি কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। এসবের মধ্যে নারী পুরুষ ছাড়াও রয়েছে নারী ও শিশুদের দেহাবশেষ। স্থানটি তামিল টাইগার ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল।
বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত মার্চ মাসে গণকবরটির সন্ধান পেয়েছিলেন নির্মাণ শ্রমিকরা। ভুক্তভোগীরা কবে নাগাদ মারা গিয়েছিল, তা জানার জন্য তাদের কঙ্কালের নমুনা কার্বন ডেটিং পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
চার দশক ধরে চলা শ্রীলঙ্কান গৃহযুদ্ধের সময় মানার নামক স্থানটিতে তামিল টাইগার ও সেনাবাহিনী প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। ২০০৯ সালে শ্রীলংকার সামরিক বাহিনীর পক্ষ থেকে অনেক বড় অভিযানের মধ্য দিয়ে দেশটির গৃহযুদ্ধে অবসান হয়। ২০১৩ সালে একটি সরকারি কমিটি জানিয়েছিল, গৃহযুদ্ধে নিখোঁজ হয়েছে ১৯ হাজার মানুষ। এর মধ্যে পাঁচ হাজার হচ্ছে শ্রীলঙ্কার সেনা সদস্য।
শ্রীলঙ্কার নর্দান সিটির ‘সিনিয়ার জুডিশিয়াল মেডিক্যাল অফিসার’ সামিন্দ্রা রাজাপাকসে জানিয়েছেন, গণকবরটির সন্ধান পাওয়ার পর তাদের ১১৮ দিন খনন কাজ করতে হয়েছে। এতে খুঁজে পাওয়া গেছে ২৭৮টি কঙ্কাল। নারী পুরুষ নির্বিশেষে নিহতদের কবর দেওয়া হয়েছিল সেখানে। যে কঙ্কালগুলো পাওয়া গেছে তাদের মধ্যে ২০টি শিশুদের।
রাজাপাকসে জানিয়েছেন, তারা কীভাবে মৃত্যুবরণ করেছিল তা জানতে বিস্তারিত পরীক্ষা চালাতে হবে। তার ভাষ্য, ‘আমাদের এখন কাজ হচ্ছে তাদের মৃত্যুর কারণ ও সময়কাল খুঁজে বের করা, ঘটনার সময়ের পারিপার্শ্বিকতা বোঝা এবং কঙ্কালগুলো যাদের, তাদের পরিচয় খুঁজে বের করা।’
এ বছর থেকে নিখোঁজদের সন্ধানে গঠিত সংস্থা ‘অফিস অব দ্য মিসিং পার্সন্স’ কাজ শুরু করেছে। এর চেয়ারম্যান সালিয়া পেইরিস বলেছেন, কঙ্কালের নমুনার কার্বন ডেটিং পরীক্ষা করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতের জন্য যে খরচ লাগে তার যোগান তারা দেবেন।
ছয়টি কঙ্কালের নমুনা কার্বন ডেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এসবের ফলাফল এলে জানা যাবে, ভুক্তভোগীরা কবে নাগাদ মৃত্যুবরণ করেছিল।
নিউজওয়ান২৪/ইরু
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন