ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শেষ টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ১০ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই সিলেট টেস্টে বাংলাদেশের ভরাডুবি হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে একবারও দলীয় স্কোর ২০০ পার হয়নি (১৪৩ ও ১৬৯) মাহমুদউল্লাহ বাহিনীর। ফলে সিলেট টেস্টে হেরে সিরিজে ব্যাকফুটে টাইগাররা। 

তাই টেস্ট সিরিজ ড্র করতে হলে রবিবার অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। ফলে সিলেট টেস্টের ভুল শুধরে ঢাকা টেস্টে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা। 

সিলেট টেস্টে পেস আক্রমণের দায়িত্বে ছিলেন আবু জায়েদ রাহী। ঢাকা টেস্টে একাদশে জায়গা হারাতে পারেন তিনি। তার স্থলাভিষিক্ত হতে পারেন শফিউল ইসলাম। পেস বোলিংয়ে শক্তি বাড়াতে মুস্তাফিজুর রহমানকে একাদশে রাখা প্রায় নিশ্চিত। 

এছাড়া সুযোগ পেতে পারেন খালেদ আহমেদও। দুইজন পেসার থাকলে বাদ পড়তে পারেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। সেক্ষেত্রে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের উপরই স্পিনে নেতৃত্ব থাকবে। 

এছাড়া একাদশ থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। তার স্থানে সুযোগ পেতে পারেন মোহাম্মদ মিথুন।

বাংলাদেশ একাদশ:
১. লিটন দাস। 
২. ইমরুল কায়েস। 
৩. মুমিনুল হক। 
৪. নাজমুল হোসেন শান্ত/ মোহাম্মদ মিথুন।
৫. মাহমুদউল্লাহ (অধিনায়ক)।
৬. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)।
৭. আরিফুল হক।
৮. মেহেদী হাসান মিরাজ।
৯. তাইজুল ইসলাম।
১০. মুস্তাফিজুর রহমান।
১১. আবু জায়েদ রাহী/শফিউল ইসলাম/খালেদ আহমেদ।

নিউজওয়ান২৪/এমএম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত