ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শুরুতেই সাকিবের আক্রমন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

লক্ষ্যটা বিশাল আর সেই বিশাল লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে বল হাতে এসেই বিষাক্ত ছোবল মারলেন সাকিব আল হাসান। তার অগ্নিঝরা বোলিংয়ে রানের খাতা না খুলেই ফিরে গেছেন উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট।

১১ জন খেলোয়ার সকলেই করলেন দুই অঙ্কের ঘরের রান। বাদ যাননি তাইজুল-নাঈমরাও। সর্বনিম্ন ১২ রান করে অপরাজিত থেকে গেছেন নাঈম হাসান।

লিটন-মাহমুদউল্লাহর জুটিতে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৬ উইকেট হারিয়ে ৩৮৭ রান। দুজনেই তুলে নেন ব্যক্তিগত ফিফটি।

বিরতির পর নেমেই ভূল শটে নিজের উইকেট বিলিয়ে দেন লিটন দাস। আউট হওয়ার আগে ৫৪ রান আসে তার ব্যাট থেকে। লিটনের পর ১৮ রান করে ফিরে যান মিরাজও।

এ দুজন ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে যান মাহমুদউল্লাহ। দূর্দান্ত এক সেঞ্চুরিও তুলে নেন তিনি। সেঞ্চুরির পর উদযাপনটাও ছিল তার দেখার মতো।

শুধু সেঞ্চুরিই নয় ছাড়িয়ে গেছেন নিজেকেও। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসা ১৩৬ রানের ইনিংস ছিল ব্যাক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১১৫ রান করেছিলেন তিনি। তার এই সংগ্রহে শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ৫০৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

নিউজওয়ান২৪/ইরু

খেলা বিভাগের সর্বাধিক পঠিত