ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শুধু গান গেয়ে উন্নয়ন হয় না, বাবুলকে মুনমুনের খোঁচা

প্রকাশিত: ১২:১৩, ২৫ মার্চ ২০১৯  

মুনমুন সেন ও বাবুল সুপ্রিয়       -ফাইল ফটো

মুনমুন সেন ও বাবুল সুপ্রিয় -ফাইল ফটো

এর আগে এক নির্বাচনী সফরে কথা বলার সময়ে অসাবধানে বুকের আঁচল সরে যাওয়ায় মুনমুনকে কটাক্ষ করেছিলেন বাবুল। তাকে নিয়ে বাবুল ভক্ত বিজেপি সমর্থকরা ট্রোল-এ মেতে উঠেছিল খুব। সেই ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের আসানসোলের নির্বাচনী প্রচারে দুই প্রতিপক্ষ পরস্পরকে বিন্দুমাত্র সুযোগ দিতে নারাজ। বিজেপি প্রার্থী সাংসদ ও সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতে এবার সরাসরি ব্যক্তিগত আক্রমণের পথ ধরলেন সুচিত্র তনয়া ও তৃণমূল প্রার্থী মুনমুন সেন।  

এর ফলে আসানসোলে লোকসভা নির্বাচনের প্রচারপর্বেই সংগীতশিল্পী বনাম তারকা অভিনেত্রীর জোরদার লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

টাকার প্রলোভন এলেও জনগণ যেন ভোট মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার দলের মুনমুনকেই দেন- আসানসোলবাসীর কাছে সেই দাবি-ই রেখেছেন মুনমুন।

একসময়ে মুম্বাই ফিল্মের প্লেব্যাক সিঙ্গার বাবুলকে খোঁচা দিয়ে মুনমুন বলেছেন, শুধু গান শুনিয়ে উন্নয়নের কাজ হয় না। 

তার এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

রবিবার রানিগঞ্জের অমৃতনগর কোলিয়ারি এলাকার তৃণমূল প্রার্থী মুনমুন সেনের কর্মী সভা ঘিরে জনসমাগম দেখে আরও একবার সবার উপলব্ধি হল যে অভিনেত্রী আর গায়কের লড়াইটা এখানে জমাটি হবে। এই আসনের বিজেপি প্রার্থী সাংসদ তথা সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতে গিয়ে এদিন সভামঞ্চে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে মুনমুন বলেন, মানুষ আপনার হিন্দি গান শুনতে ভালবাসেন। আমি গাইতে জানি না, না হলে শুনিয়ে দিতাম। কিন্তু শুধু গান শুনিয়ে উন্নয়নের কাজ হয় না। 

তৃণমূল প্রার্থী তথা সাংসদ মুনমুন সেন তাঁর জনসভায় আসানসোলবাসীকে সাবধান করে দিয়ে বলেন, নির্বাচনে ভোট পাওয়ার জন্য অনেক টাকার প্রলোভন আসবে। বিজেপি প্রার্থীর সেই টাকা নিলেও ভোট যেন তাঁরা মমতার দলকেই দেন সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মুনমুন। বিষয়টি যে নয়া বিতর্কের সূত্রপাত হতে পারে সে সম্পর্কেও পূর্বাভাস দিয়ে তিনি বলেন, এটা কালকে কাগজে বেরোবে, আমাকে গালাগালি দেবে। তবে যা হয় হোক, তোমরা দিদিকে ভুলো না। 

আসানসোল কেন্দ্রে নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে ভোটারদের নিজেদের দিকে টানতে কৌশলের বাদ রাখছেন না মুনমুন ও বাবুল উভয়েই।এনবিটি, এইসময়

নিউজওয়ান২৪.কম/এসএমএস