শুক্রবার ছাড়া তাজমহলে নামাজ পড়া যাবে না
বিশ্ব সংবাদ ডেস্ক

ফাইল ছবি
ভারতের আগ্রায় অবস্থিত মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন তাজমহলের মসজিদে শুক্রবার ছাড়া অন্য সময় দর্শনার্থীদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এএসআই বলছে, তাজমলের নিরাপত্তার স্বার্থে এর মসজিদে অভারতীয়রা শুক্রবারের নামাজ পড়তে পারবে না বলে গত জুলাইয়ে স্থানীয় প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। তারা সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করেছে মাত্র।
এর আগে, যেহেতু শুক্রবার তাজমহল বন্ধ থাকে তাই স্থানীয়রা বিনা প্রবেশ ফি'তে শুক্রবারের নামাজ পড়তে পারতো। তবে নামাজ অবশ্যই দুপুর ২টার মধ্যে শেষ করতে হতো। এ ছাড়া সপ্তাহের অন্যান্য দিন টিকিট কেটে তাজমহল পরিদর্শনে আসা পর্যটকরা মসজিদ পরিদর্শন এবং নামাজ পড়তে পারতেন।
নতুন আদেশে শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলোতে এভাবে নামাজ পড়া বন্ধ করার ঘোষণায় স্বয়ং মসজিদের ইমাম ও স্টাফরাও বিস্মিত হয়েছেন। আর তাজমহলের ইন্টিজামিয়া কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হোসেন জাইদি বলেন, দীর্ঘদিন মানুষ এখানে নামাজ আদায় করে আসছে। এটা বন্ধ করার কোনো কারণ দেখি না। তিনি শিগগিরই প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সঙ্গে কথা বলে বিষয়টি তুলে ধরবেন বলে জানান।
এদিকে, বিস্ময়করভাবে গত রবিবার এএসআই মসজিদের ওজু খানা বন্ধ করে দেয়। এর ফলে কিছু মুসল্লি হতাশ হয়ে ফিরে যান এবং আরও বেশ কিছু মুসল্লিকে তাজমহলের বাইরে নামাজ পড়তে দেখা যায়।
নিউজওয়ান২৪/এএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন