ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আঙুলের ইনজুরির কারণে এশিয়া কাপের মাঝ পথেই সাকিব আল হাসানকে দেশে ফিরে আসতে হয়। দেশে ফেরার একদিনের মাথায় সাকিবকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন থাকার পর আঙুলের অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে ছেড়ে দেয়া হয়।

এবার উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন সাকিব। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গ্রেগ হয়ের কাছে পরামর্শ নিতেই সেখানে যাচ্ছেন বাংলাদেশের এই অল-রাউন্ডার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আমরা একটা রিভিউর জন্য সাকিবকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছি। শুক্রবার তার যাওয়ার কথা রয়েছে। সেখানে যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে। আশা করছি, এক মাসের মতো সময় লাগবে ইনজুরি সারতে। এরপর সেখানকার চিকিৎসকরা যদি মনে করেন, অস্ত্রোপচারের দরকার, সে ক্ষেত্রে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব।

দুই দফায় পুঁজ বের করার ফলে সাকিবের জন্য ভালো হয়েছে বলে মনে করছেন বিসিবির এই চিকিৎসক। বর্তমানে সাকিবের ব্যথাও অনেকটা কমে এসেছে। আপাতত ঘা পুরোপুরি না শুকান পর্যন্ত অস্ত্রপাচার করা যাবে না বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক।

নিউজওয়ান২৪/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত