শীর্ষে লিভারপুল, পাত্তাই পেলো না ম্যানচেস্টার
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
অ্যানফিল্ডে রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল।
ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়োর উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের ভলিতে গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।
খেলার ৩৩তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। বাঁ দিক থেকে রোমেলু লুকাকুর ক্রস ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। বল চলে যায় জেসি লিনগার্ডের পায়ে। অনায়াসে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার।
বিরতির পর ৭৩তম মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে মানের নেওয়া ক্রস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে ঢুকতে যাচ্ছিল, পা বাড়িয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া। কিন্তু বল চলে যায় অরক্ষিত জেরদান শাচিরির কাছে। সুইস এই মিডফিল্ডারের শটে বল ইংলিশ ডিফেন্ডার অ্যাশলে ইয়ংয়ের পায়ে লেগে ক্রসবারের নিচের অংশে লেগে ভেতরে ঢোকে।
ম্যাচের শেষ দিকে ৮০তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর ছোট পাস ধরে শাচিরির নেওয়া জোরালো শট ইংলিশ ডিফেন্ডার এরিক বেইলির পায়ে লেগে দিক পাল্টে ঠিকানা খুঁজে পায়। এ জয়ে শীর্ষে ফেরা লিভারপুলের পয়েন্ট ৪৫।
নিউজওয়ান২৪/এএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল