শিগগিরই খালেদা জিয়াকে (বিএসএমএমইউ) নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল তাদের দলের চেয়ারপারসনের সুচিকিৎসার দাবি নিয়ে সাক্ষাৎ করে। এরপর সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। জেল কোড অনুযায়ী তার সব ধরনের চিকিৎসা দেওয়া হবে।
তিনি জানান, তাদের নেত্রীর সুচিকিৎসার দাবি জানিয়ে একটি চিঠি তার কাছে হস্তান্তর করেছে বিএনপির প্রতিনিধি দল। চিঠিতে সুচিকিৎসার দাবি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন যখন অন্তরীণ হলেন, তখন থেকেই জেল কোড অনুযায়ী চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন নারী ডাক্তার (এফসিপিএস) এক দিন পর তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, কারান্তরীণ খালেদা জিয়াকে শুরুতেই নারী অ্যাটেনডেন্স দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বঙ্গবন্ধু হাপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে তাকে রিলিজ করা হলে পুনরায় কারাগারে আনা হয়। কোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার সব প্রকার খোঁজ খবর রাখছেন ও ব্যবস্থা নিচ্ছেন।
তিনি আরও বলেন, ইউনাইটেড হাপাসালে পাঠানোর কথা বলেছিলেন বিএনপির নেতারা। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ও জেল কাড মোতাবেক তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্ত্রী কামাল জানান, খালেদা জিয়া কতখানি অসুস্থ, কত তাড়াতাড়ি পরীক্ষা করাতে হবে সে বিষয়ে বোর্ড পরামর্শ দেবে। তবে কিছুকিছু পরীক্ষা-নিরীক্ষা রয়েছে, যা কাগারে করা সম্ভব নয়। এজন্য বঙ্গবন্ধু মেডিকেলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও