ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শাহসাহেব লেনে ডাকাতি প্রস্ততিকালে র‌্যাবের হানা, আটক ৬

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ১১:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা: পুরান ঢাকার নারিন্দায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দুর্বৃত্ত। ঘটনা গত রাত ২টার দিকের। খবর পেয়ে র‌্যাব তাদের আড্ডাস্থলে হানা দেয়। এসময় ডাকাতরা র‌্যাবের ওপর গুলি ছুড়লে পাল্টা ব্যবস্থা হিসেবে র‌্যাবও গুলি করে। পরে সেখান থেকে দুটি বিদেশি পিস্তলসহ ৬ দুর্বৃত্তকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

এসময় বেশ কিছু ছোরা ও অপরাধমূলক কাজে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার বরা হয়।

র‌্যাব-২ এর উপঅধিনায়ক মেজর সৈয়দ সালাউদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার ভোর রাত ১টা ৫৫ মিনিটের দিকে নারিন্দার শাহসাহেব লেন এলাকায় এ ঘটনা ঘটে।

মেজর সালাউদ্দিন নিউজওয়ান২৪.কমকে বলেন, “শাহসাহেব লেনের একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল সন্ত্রাসী রুবেল ও তার সঙ্গীরা। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছালে তারা গুলি ছোরে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি করে। সাত মিনিট গোলাগুলির পর আহত ডাকাত সর্দার রুবেলসহ ছয়জনকে আটক করা হয়।”

তবে রুবেলের আঘাত মারাত্মক নয় উল্লেখ করে মেজর সালাউদ্দিন জানান, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তার মাথায় ও শরীরের অন্য অংশে বুলেটের হাল্কা আঁচড় ছাড়া তেমন তেমন কিছু হয়নি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে মঙ্গলবার বিকেলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

নিউজওয়ান২৪.কম/কেকে

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত