ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শাহজালালে চীনা যাত্রীর ব্যাগে ৪৮টি সোনার বার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ২৪ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের কাছ থেকে ৪৮টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে এ সোনা উদ্ধার করা হয়। আটক চীনা নাগরিকের নাম রুয়ান জিনফেং (৪৩)।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানা, দুবাই থেকে সকাল ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সে (ফ্লাইট নং-EK582) করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনা নাগরিক রুয়ান। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে বোর্ডিং ব্রিজের কাছ থেকে অনুসরণ করে কাস্টম হাউস, ঢাকার একটি দল। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনও পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। এরপর তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানে দেওয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং ব্যাগ খুলে চার্জার লাইটের মধ্যে থাকা ব্যাটারি ভেঙে ১০ তোলা ওজনের মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধারকৃত সোনার ওজন ওজন ৫.৫৬ কেজি। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ২.৭৯ কোটি টাকা।

আটক চীনা যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত