ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

শাহজালালে এসআই আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ২ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার অবৈধভাবে সোনা পাচারের অভিযোগে পুলিশের এক এসআই’কে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় এসআই মো. কামরুল ইসলামকে আটক করেছে কাস্টমস হাউজের কর্মকর্তারা।

তিনি শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশে কর্মরত আছেন বলে জানা গেছে।

ঢাকা কাস্টমস হাউজ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যে এসআই কারুলকে আটক করা হয় ৬ নম্বর (দোতলায়) গেট থেকে। তিনি বের হওয়ার সময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। তিনি নিজের পরিচয় দিয়ে অভিযোগ অস্বীকার করেন। পরে তাকে কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি সোনার বার (প্রতিটি ১০ তোলা) উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই কামরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো কাস্টমস হাউজে জমা রাখা হয়েছে বলে জানান এক উচ্চপদস্ত কর্মকর্তা।

নিউজ ওয়ান২ ৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত