ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

শাহজাদপুরে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮  

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।


রোববার দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি হাটে খেলা দেখানোর সময় এক সাপুরের কাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

দি বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস জানান, তালগাছি হাটে সাপের খেলা দেখাচ্ছিলেন কৈজুরী ইউনিয়নের ভেকা গ্রামের আনোয়ার হোসেন নামের এক সাপুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।

শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার বলেন, অজগরটি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে। অজগরটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকোপার্কে হস্তান্তর করা হবে।


নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত