শতক তুলে বিদায় নিলেন সৌম্য
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালায় ইমরুল কায়েস ও সৌম্য সরকার। ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে লিটন দাসের উইকেট হারালেও এই দুই বাঁহাতির ঝড়ের সামনে দিশেহারা সফরকারীরা। পরে ৯২ বলে ১১৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য। এবার শতকের অপেক্ষায় আছেন ইমরুলও।
সেই পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক শতক উপহারের পর আর কোনো শতক আসেনি ড্যাশিং ওপেনার সৌম্যের ব্যাট থেকে। একের পর এক বাজে ফর্মের কারণে দল থেকে যাওয়া আসার মধ্যেই ছিলেন তিনি। অবশেষে দীর্ঘ তিন বছর পর শতক পেলেন সৌম্য। তাও রাজকীয় ভঙ্গিতে।
অন্যদিকে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ৭২ রানের ইনিংস খেলে শুরু। ইমরুল কায়েস সেই ফর্মকে টেনে এনেছেন জিম্বাবুয়ে সিরিজেও।
২৮৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আগের দুই ম্যাচের মতো আজও দুর্দান্ত ইমরুল কায়েস। প্রথম ম্যাচে ১৪৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে করেন ৯০। সেই ফর্ম বজায় রেখে তৃতীয় ম্যাচেও অর্ধশতক তুলে নিলেন ইমরুল কায়েস। আগের দুই ম্যাচের তুলনায় আজ তো তিনি ছিলেন আরো আক্রমনাত্মক। ইমরুল কায়েস যেন হয়ে উঠেছেন রান মেশিন।
ইমরুল কায়েসের অর্ধশতকের পর ঝড় তোলেন সৌম্য সরকারও। দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেই নিজের দ্বিতিয় শতক তুলে নিয়েছেন সৌম্য।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২৫ রান। ইমরুল ৯৫ ও মুশফিক এক রানে অপরাজিত রয়েছেন।
সৌম্য তার ইনিংস সাজিয়েছেন ৯ চার ও ৪ ছক্কায়। অন্যদিকে ইমরুল ৯ চার ও ১ ছয়ে তার ইনিংস সাজিয়েছেন।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল