ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

শচীনকে টপকে কোহলির দ্রুততম রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে দ্রুততম সময়ে দশ হাজারি ক্লাবের নতুন সদস্য এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।  

আজ বুধবারের (২৪ অক্টোবর) ম্যাচে মাঠে নামার আগে নামের পাশে ৯ হাজার ৯১৯ রান ছিল কোহলির নামের পাশে। ইনিংসের মাত্র ১৫ রানেই রোহিত শর্মার বিদায়ের পর মাঠে নেমে বেশ ধীরেসুস্থে ইনিংস সাজান তিনি। প্রয়োজনীয় ৮১ রান তুলে নিতে ৯১ বল খেলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটসম্যান। 

দশ হাজারি ক্লাবে প্রবেশ করে নতুন এক রেকর্ডেও নাম লেখালেন কোহলি। দ্রুততম সময়ে দশ হাজার রানের রেকর্ড এখন তার দখলে। রেকর্ড গড়ার পথে স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন তিনি। দশ হাজার স্পর্শ করতে শচীনের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেছেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে শচিনের লেগেছিল ২৫৯ ইনিংস। আর কোহলির লাগলো মাত্র ২০৫ ইনিংস!

দ্রুততম দশ হাজারের মাইলফলকে প্রবেশ করা চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান কোহলি। তার আগে এই রেকর্ডে নাম লিখিয়েছেন শচিন, সৌরভ গাঙ্গুলী (২৬৩ ইনিংস), মহেন্দ্র সিং ধোনি (২৭৩ ইনিংস) এবং রাহুল দ্রাবিড় (২৮৭ ইনিংস)। 

দ্রুততম সময়ে ১০ হাজারি ক্লাবে কোহলি ও শচীনের পরের স্থানেই আছেন গাঙ্গুলী। চতুর্থ স্থানে আছেন অজি গ্রেট রিকি পণ্টিং (২৬৬ ইনিংস)। আর পঞ্চম স্থানে আছেন প্রোটিয়া গ্রেট জ্যাক ক্যালিস (২৭২ ইনিংস)।

নিউজওয়ান২৪/এমএম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত