ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শক্তিধর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টাইগারদের চমক জাগানো জয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৬, ৭ মে ২০১৯  

ক্যাম্পেটন মাশরাফির মোড় ঘোড়ানো পারফর্মেন্সে আয়ারল্যান্ডে তিন জাতি সিরিজে চমক জাগানো জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ার‌ল্যান্ডকে নাস্তানাবুদ করা ক্যারিবিয়ানরা এদিন যেন সাধারণ মানের টিমে পরিণত হয় টাইগারদের সামনে।

দুই উইকেট হারিয়ে ২৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আট উইকেটের জয় পেয়েছে টাইগরারা। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট মাঠে মঙ্গলবার ক্যারিবিয়ানদের ২৬১ রানে আটকে রেখে টাইগাররা জিতেছে ৫ ওভার বাকি রেখেই। দরকার ছিল ২৬২ রান কিন্তু টাইগাররা ২ রান বেশি করে ফেলেছে।

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। নিজেদের সবশেষ সিরিজে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হয়েছিল টাইগাররা। সেই তিক্ত স্মৃতি ভুলতে বিশ্বকাপে যেতে কয়েকটি ম্যাচ জয়ের আনন্দ নিয়ে যেতে চায় তারা। সেই আশা ত্রিদেশীয় সিরিজের  প্রথম ম্যাচেই পূরণ হলো তাদের। মুশফিক আর সাকিব জুটি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থেকে হাসিমুখে জয় নিয়ে ফিরেছে ক্রিজ থেকে। অথচ সিরিজ শুরুর আগে প্রায় সবকিছূই ছিল তাদের বিপরীতে। যেমন মাত্র গতকালই আইরিশদের ‘এ’ দলের কাছে হারের স্মৃতি তো ছিল দগদগে ঘাঁয়ের মতো। তার সঙ্গী ছিল বিরূপ আইরিশ কন্ডিশনের ছোবল। এর উল্টোদিকে, টুর্ন ামেন্টের প্রথম ম্যাচে উড়ন্ত জয়ে শুরু করা ক্যারিবিয়ানদের দাপুটে ভাব। তাই চ্যালেঞ্জ ছিল অনেক। কিন্তু আমাদের তো ছিল ক্যাপ্টেন মাশরাফি। ম্যাচের আগে সেই মাশরাফি বিন মুর্তজা টিম টাইগারকে বললেন, মনের জোর আছে না! 

ক্যেযাপ্টেনের যেমন কথা, তেমনি কাজ করে দেখালো তার সতীর্থরা। আর সেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কাজটাও তো করলেন অধিনায়ক নিজে। তার যাদুকরী স্পেলে অধিনায়কই দেখালেন পথ। আর তার সঙ্গী হলেন অলরাউন্ড পারফরম্যান্সের আলোতে সাকিব আল হাসান। তামিম ইকবাল ও সৌম্য সরকারের রেকর্ড জুটি দলের জয়কে সহজিয়া করে দিল। সব বাঁধা গুঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল দুর্দান্ত বাংলাদেশ।

মঙ্গলবার আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। খেলা শুরু হয় বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায়। 

তবে ম্যাচের প্রথম বলটি ছিল যেন প্রতিপক্ষকে মোহাম্মদ সাইফ উদ্দিনের উপহার, অনায়াসে চার হাঁকিয়ে শুরু করলেন শেই হোপ। এক বল পর আবার সাইফের বাজে বল, এবারও বাউন্ডারি হাকালেন ছন্দে থাকা এই ওপেনার। নড়বড়ে শুরুর পর ক্রিজে জমে গেছেন সুনিল আমব্রিসও। ভালো শুরু পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষতক টানা তৃতীয় সেঞ্চুরি করেন হোপ বাংলাদেশের বিরুদ্ধে।কিন্তু শেষ রক্ষা হলো না। টাইগারদের কাছে বড় হার ঠেকলো না কিছুতেই। পা঳চ ওভার হাতে রেখেই দুই রান বেশি নিয়ে জিতে গেল টাইগাররা।

নিউজওয়ান২৪.কম/আরকে

খেলা বিভাগের সর্বাধিক পঠিত