ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

লিটনের প্রশংসায় আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১১:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ বলে হেরে আরো একবার স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগাদের। তবে ম্যাচে দুর্দান্ত খেলেছেন লিটন দাস। টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হলে ম্যাচের ফল অন্য রকম হতো পারতো।

আর ইতিহাসের পাতায় অন্যভাবে লেখা থাকতো ১১৭ বলে তার ১২১ রানের মহামূল্যবান ইনিংসটি। তাই তো বাংলাদেশ হারলেও ম্যাচ সেরা পুরস্কারটি উঠেছে লিটনের হাতেই। লিটনের এমন পারফরম্যান্সে মুগ্ধ আইসিসিও। এক টুইট বার্তায় তাই বাংলাদেশি এই ওপেনারের প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

এতে বলা হয়, দিন শেষে তাকে (লিটন) হয়তো পরাজিতদের দলে থাকতে হচ্ছে। কিন্তু তার ১২১ রানের ইনিংসটি বলে তিনিই ম্যাচের সেরা পারফরমার।

পরে আবার এক টুইট বার্তায় আইসিসি লিখেছে, বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে লিটন দাস হাসতেই পারেন। কারণ, ভারতের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই যে সর্বোচ্চ রান।

নিউজওয়ান২৪

খেলা বিভাগের সর্বাধিক পঠিত