ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘লাইভ’ ডিলিট করেছে ফেসবুক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ১৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিতর্ক যেন ফেসবুকের পিছু ছাড়ছে না। বিশ্বের সবচেয়ে বড় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি এবার নতুন সমস্যায় পড়েছে। সম্প্রতি কিছু ব্যবহারকারীর লাইভ ভিডিও ডিলিট করে দিয়েছে তারা।

টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা সম্প্রচার শেষে ফেসবুকে ভিডিও পোস্ট করতে চাইলেও তা সম্ভব হয়নি। বরং ওই ভিডিও ডিলিট করে দিয়েছে তারা। এ কারণে আবারও ফেসবুকের সমালোচনা শুরু হয়।

সমালোচনার জবাব দিতে গিয়ে ফেসবুক জানায়, ভুল করে ভিডিও ডিলিট করেছে তারা। তবে ঠিক কী পরিমাণ ভিডিও ডিলিট করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুক তাদের ব্যাখ্যায় বলেছে, ছোট একটি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। ত্রুটি চিহ্নিত হওয়ার পর সেটা সমাধান করা হয় এবং কিছু ভিডিও রিস্টোর করা হয়। যাদের ভিডিও ডিলিট হয়েছে তাদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে ক্ষমা চাইছে ফেসবুক।

এ ধরনের ত্রুটির কারণে ফেসবুকের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীদের ভিডিও তৃতীয় পক্ষের হাতে যাচ্ছে কিনা সেটা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদিও এ ধরনের শঙ্কা উড়িয়ে দিয়েছে ফেসবুক।

নিউজওয়ান২৪/জেডএস

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত