ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

লবণের যত ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৯:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

লবন শুধু রান্নায় নয় বরং ব্যবহার হয় আরো অনেক কাজে। জুতার দুর্গন্ধ থেকে শুরু করে আরো বিভিন্ন কাজ সম্পন্ন করা হয় লবন দিয়ে। কিন্তু কীভাবে? চলুন জেনে নেয়-

গাঢ় রঙের তোয়ালে প্রথমবার ধোয়ার সময় পানিতে আধা কাপ লবণ মিশিয়ে নিন। রঙ ফ্যাকাশে হবে না। সমপরিমাণ লবণ, ময়দা ও সাদা ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরে তা মেটালের গয়নায় লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন। নতুনের মতোই ঝকঝকে হয়ে যাবে গয়না।

লবণমিশ্রিত পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন মোম। ভালো করে শুকিয়ে তারপর ব্যবহার করুন। খুব ধীরে ক্ষয় হবে মোম।
মোম ডুবিয়ে রাখুন লবণ পানিতে, গলে পড়বে না।

জুতার দুর্গন্ধ দূর করতে সামান্য লবণ দিন ভেতরে। কিছুক্ষণ রেখে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে ফেলুন।

শ্যাম্পুতে সামান্য লবণ মিশিয়ে ব্যবহার করতে পারেন। খুশকি ও মাথায় থাকা জীবাণু দূর হবে।

লোহার পাত্র পরিষ্কার না হলে লবণ ছিটিয়ে শুকনা কাপড় দিয়ে ঘষে মুছে নিন।

আধা কাপ পানিতে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করে পারেন মাউথওয়াশ হিসেবে।

মগ থেকে চা কিংবা কফির দাগ দূর করতে চাইলে লবণ ও ভিনেগার মিশিয়ে পরিষ্কার করুন।

ফ্রিজ পরিষ্কার করার সময় কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে নরম কাপড় দিয়ে ঘষে নিন ভেতরের অংশ। দুর্গন্ধ দূর হবে ফ্রিজের।
জিন্স ধোয়ার সময় পানিতে এক কাপ লবণ মিশিয়ে নিন। জিন্সের রং ফ্যাকাসে হবে না।

কাঠের আসবাবে পানির সাদাটে দাগ পড়ে গেলে সামান্য লবণ ছিটিয়ে দিন। ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।

পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচতে লবণ ছিটিয়ে দিতে পারেন।

আপেল স্লাইস করার পর বাদামি রঙ হয়ে যায়। স্লাইস করার সঙ্গে সঙ্গে লবণ পানিতে ডুবিয়ে নিন, বাদামি হবে না।

নিউজওয়ান২৪/জেডএস

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত