র্যাংকিংয়ে শীর্ষ পাঁচ-এ বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সিরিজজুড়ে ব্যাট বল হাতে পারফর্ম করে উন্নতির দেখা পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাসরা।
ব্যাট হাতে আলো ছড়িয়ে প্লেয়ার্স র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অর্জনের দেখা পেয়েছেন লিটন দাস। অন্যদিকে সিরিজজুড়ে ব্যাট-বল হাতে দ্যুতি ছড়িয়েছে তিন বিভাগেই উন্নতির দেখা পেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক।
এক নজরে দেখে নেয়া যাক টি-টোয়েন্টি র্যাংকিংয়ের তিন বিভাগে বাংলাদেশি শীর্ষ পাঁচ ক্রিকেটারদের তালিকা-
ব্যাটসম্যানদের তালিকায় সবার শীর্ষে নিজের নাম ধরে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট্ট ফরম্যাটে রিয়াদের পরের অবস্থানে রয়েছেন সাব্বির রহমান। দীর্ঘদিন যাবত নিষেধাজ্ঞার জন্য দলের বাইরে থাকলেও সাব্বিরকে টপকে এখনো পর্যন্ত তার স্থলাভিষিক্ত হতে পারেননি কেউই। এর পরবর্তী তিন অবস্থানে যথারীতি রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও সৌম্য সরকার।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ‘পাঁচ’ বাংলাদেশি ব্যাটসম্যান-
১. মাহমুদউল্লাহ রিয়াদ- ৫২৬ রেটিং পয়েন্ট, (৩১তম অবস্থান)।
২. সাব্বির রহমান- ৫১৮ রেটিং পয়েন্ট, (৩৫তম অবস্থান)
৩. সাকিব আল হাসান- ৫১৫ রেটিং পয়েন্ট, (৩৭তম অবস্থান)।
৪. তামিম ইকবাল- ৪৯৯ রেটিং পয়েন্ট, (৪১তম অবস্থান)।
৫. সৌম্য সরকার- ৪৮৬ রেটিং পয়েন্ট, (৪৪তম অবস্থান)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে নজরকাড়া পারফর্ম করে বোলারদের তালিকার শীর্ষ দশে ওঠে এসেছেন সাকিব আল হাসান। তার পরবর্তী অবস্থানে রয়েছে মুস্তাফিজুর রহমান। ৫৭৯ রেটিং নিয়ে বোলারদের র্যাংকিংয়ে ২৪তম অবস্থানে রয়েছেন তিনি। এ তালিকায় শীর্ষ ৫০ এর মধ্যে নেই আর কোনো বাংলাদেশি বোলার।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ‘পাঁচ’ বাংলাদেশি বোলার-
১. সাকিব আল হাসান- ৬৫৮ রেটিং পয়েন্ট, (সপ্তম অবস্থান)।
২. মুস্তাফিজুর রহমান- ৫৭৯ রেটিং পয়েন্ট, (২৪তম অবস্থান)।
৩. মাহমুদউল্লাহ রিয়াদ- ৫৫৮ রেটিং পয়েন্ট, (৫১তম অবস্থান)।
৪. রুবেল হোসেন- ৫৫১ রেটিং পয়েন্ট, (৫২তম অবস্থান)।
৫. নাজমুল ইসলাম- ৩৭৫ রেটিং পয়েন্ট, (৮১তম অবস্থান)।
ক্যারিবীয়ানদের বিপক্ষে ব্যাটের পাশাপাশি বল হাতেও নিজেদের ছন্দ ধরে রেখে অলরাউন্ডার র্যাংকিংয়ে উন্নতির দেখা পেয়েছেন সাকিব ও রিয়াদ। এক ধাপ উন্নতিতে সাকিব অলরাউন্ডারদের তালিকার দ্বিতীয় ও রিয়াদ চতুর্থস্থান দখল করেছেন।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ‘পাঁচ’ বাংলাদেশি অলরাউন্ডার-
১. সাকিব আল হাসান- ৩৩৮ রেটিং পয়েন্ট, (দ্বিতীয় অবস্থান)।
২. মাহমুদউল্লাহ রিয়াদ- ২৪০ রেটিং পয়েন্ট, (চতুর্থ অবস্থান)।
৩. সৌম্য সরকার- ৭২ রেটিং পয়েন্ট, (৩৮তম অবস্থান)।
৪. সাব্বির রহমান- ৫৪ রেটিং পয়েন্ট, (৫৭তম অবস্থান)।
৫. মেহেদী হাসান মিরাজ- ৩৩ রেটিং পয়েন্ট, (৭২তম অবস্থান)।
নিউজওয়ান২৪/এএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল