রোনালদোর কারণে আর্থিক ক্ষতির মুখে জুভেন্টাস
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ আসার পর থেকেই খেসারত দিতে হচ্ছে জুভেন্টাসকে। পর্তগিজ তারকার বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ ওঠার পর থেকেই শেয়ারের দাম কমতে শুরু করেছে জুভেন্টাসের। গত এক সপ্তাহে জুভেন্টাসের শেয়ার কমে দাঁড়িয়েছে ১৮.৪ শতাংশ।
গত জুলাইয়ের ট্র্যান্সফার মার্কেটে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাস পাড়ি দেন রোনালদো। তুরিনে পা রাখতেই শেয়ারের দাম হু হু করে বেড়েছিল জুভেন্টাসের। কিন্তু নারী নিপীড়নের অভিযোগের পর থেকেই উল্টো চিত্র দেখাতে থাকে শেয়ার মার্কেট। অভিযোগ ওঠার পরপরই শুধু মিলান স্টক এক্সচেঞ্জেই হারিয়েছে ৫.৩৮ শতাংশ শেয়ার। চলতি সপ্তাহে এই হারে কমে দাঁড়িয়েছে ১৮.৪ শতাংশ।
জুভেন্টাসে পা রাখার পর গত ১৯ সেপ্টেম্বর শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১.৬৭ ইউরো। যা এখন পর্যন্ত জুভেন্টাসের ইতিহাসে সর্বোচ্চ। ধর্ষণের অভিযোগ ওঠার আগের দিনও শেয়ারের দাম ছিল ১.৫২ ইউরো। অভিযোগ ওঠার পর থেকেই সেটা নেমে আসে ১.২৪ ইউরোর আশেপাশে।
শুধু জুভেন্টাস নয় রোনালদোর স্পন্সরশিপ কোম্পানিগুলোও এই অভিযোগের কারনে বেশ বড় ধাক্কা খেয়েছে। ইএ স্পোর্টস তাদের ভিডিও গেমস ‘ফিফা’র কাভার থেকে রোনালদোর ছবি সরিয়ে ফেলেছে। রোনালদোর আরেক স্পন্সর নাইকিও রোনালদোর এই অভিযোগে বেশ চিন্তিত।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল