রোনালদোর রেকর্ড
নিউজ ডেস্ক
ফাইল ছবি
রোনালদো মানেই রেকর্ড! যেখানে তিনি খেলেন সেখানেই রেকর্ড গড়েন। তাছাড়া অন্যের গড়া ক্লাবের পুরনো রেকর্ড তিনি ভাঙেন৷ শনিবার ঠিক তেমনই একটি গোল করে নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো৷
জুভেন্টাসের জার্সি গায়ে চাপিয়ে সবে পাঁচ মাস কেটেছে পর্তুগিজ তারকার৷ এর মধ্যেই ক্লাবের ইতিহাসে কোনো এক মৌসুমে পর্তুগিজ ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল করার কীর্তি গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো৷
শনিবার স্যাম্পডোরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনালদো৷ সেই সঙ্গে তিন দশক আগের রেকর্ড ভেঙে দেন সিআর৷ এর আগে, সিরি এ লিগে’তে কোনো এক মৌসুমে পর্তুগিজ ফুটবলারদের মধ্যে রুই বারোস ১২টি গোল করেছিলেন(১৯৮৮-৮৯ মৌসুমে)৷ এদিন জোড়া গোল করে অভিষেক মৌসুমে এখনই ১৪ গোল হয়ে গেল ক্রিশ্চিয়ানোর৷ অর্থাৎ ইতালির লিগে পর্তুগিজ তারকাদের মধ্যে কোনো মৌসুমে সর্বাধিক গোল দেয়ার রেকর্ড এখন সিআর সেভেনের ঝুলিতে৷
সেই সঙ্গে ২০১৮ সালে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের শততম গোলটি এল রোনাল্ডো’র পা থেকে৷ ম্যাচের দু’মিনিটে ডানদিকের উইং থেকে দিবালা সেন্টার করলে বিপক্ষের জালে বল জড়াতে ভুল করেননি রন৷ ৩৩ মিনিটে পোনাল্টি থেকে গোল চাপিয়ে স্যাম্পডোরিয়ার হয়ে ফাবিও স্কোরলাইন ১-১ করে৷ রোনালদোদের বছর শেষ কি তবে ড্র দিয়ে? মাঠে জুভেন্টাসের খেলা দেখে সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দেন জুভে সমর্থকরা৷
চিত্রনাট্য পাল্টে দিলেন সেই রোনালদোই৷ দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে বক্সের মধ্য হ্যান্ডবল করে বিপক্ষ ভুল করলে পরে পাওয়া চোদ্দ আনা পোনাল্টির সুযোগ পায় জুভেন্টাস৷ সহজ সুযোগে গোল করে জুভেন্টাসকে ২-১ এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো৷
ম্যাচের শেষে নাটকীয়তা কম হয়নি৷ সবাই যখন ধরে নিয়েছে বছর শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে জুভেন্টাস৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে তখনই আক্রমণে গতি বাড়িয়ে বক্সের ভিতর থেকে কামান দাগা শটে সাপোনারা স্কোরলাইন ২-২ করে৷ যদিও সহকারী ভিডিও রেফারির সাহায্যের পর সেই গোল অফসাইডের জন্য বাতিল হয়৷ জুভেন্টাস ম্যাচ জেতে ২-১ ব্যবধানে৷
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল