রেলের টিকেট চেকার ধোনি আবার ট্রেনে উঠলেন
খেলা ডেস্ক
জীবনের চারটি বছর এই ট্রেনেই কাটিয়েছেন তিনি। প্রথম ঘরোয়া ক্রিকেট খেলার সময় চলন্ত ট্রেনে উঠে পড়েছিলেন। তবে শেষবার কবে ট্রেনে উঠেছেন, এটা হয়তো মহেন্দ্র সিং ধোনির নিজেরই মনে নেই! আর থাকার কথাও নয়।
২০০৭ সালে অধিনায়কত্ব পাওয়ার পর যেখানেই গেছেন, সেখানেই আলোচনায় ছিলেন ধোনি। তবে এখন আর ভারত অধিনায়ক নন, তাই ঠিক সেভাবে তাঁকে নিয়ে আলোচনাও হচ্ছে না। এ সুযোগে আবার পুরোনো দিনে ফিরে গেলেন ভারতের সর্বকালের সেরা এই অধিনায়ক। খড়গপুরের রেলের টিকেট চেকার হিসেবে কর্মজীবন শুরু করা ধোনি আবার ট্রেনে উঠলেন।
বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে ট্রেনযোগে রাঁচি থেকে কলকাতায় এলেন ভারতীয় ক্রিকেটের এই মহারথী। এবারই প্রথম টিম ঝাড়খন্ডের ঝাণ্ডা কাঁধে নিয়েছেন ধোনি। হাতে আর তেমন কাজ নেই। তাই হয়তো ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার সিদ্ধান্ত নিলেন ধোনি। গতকাল মঙ্গলবার রাতে ‘ক্রিয়া যোগা এক্সপ্রেস’ ট্রেনে দলের সঙ্গে কলকাতাগামী ট্রেনে উঠেছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন কয়েক দিন হলো। দিন দুয়েক আগে আইপিএলের দল পুনে সুপারজায়ান্টসের অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এমন পরিস্থিতিতে বিজয় হাজারেতে ঝাড়খন্ড টিমে ধোনির নেতৃত্বে ফিরে আসাটা কিন্তু অন্য রকম কিছু ইঙ্গিত বহন করছে। সমালোচকরা মনে করছেন, অধিনায়ক হিসেবে আবার নিজেকে প্রমাণ করতে চান ধোনি।
২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্যতম জমাট আসর বিজয় হাজারে ট্রফি। ধোনি কি আর একবার নিজেকে প্রমাণ করতে পারবেন? এ সফর দিয়ে পুরোনো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে পারবেন ধোনি? সময়ই জানিয়ে দেবে সব প্রশ্নের উত্তর!
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল