রেকর্ডের খাতায় পেঁয়াজের দাম!
নিউজ ডেস্ক

ফাইল ফটো
গত কয়েকদিন ধরে হু হু করে বেড়েই চলছে পেঁয়াজের দাম। তবে বর্তমানের দাম বাড়ার বিষয়টি আগের সব রেকর্ড ভেঙেছে।
শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে খুচরা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। আর গত চার দিনে পেঁয়াজের দাম বেড়েছে ৮০ থেকে ১০০টাকা। পাশাপাশি অন্যান্য শাক-সবজির বাজারও ঊর্ধ্বমুখী।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, কল্যাণপুর, আগারগাও, শেওড়াপাড়া, মিরপুর, কচুক্ষেত, উত্তরা বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।
বাজারে দেখা যায় একটু খারাপ মানেরও পেঁয়াজ, সেটাও মিলছে না ২২০ টাকার নিচে। কিছু কিছু দোকানে দেশি পেঁয়াজের দেখা মিলছে, তার দাম ২৫০ টাকা, কোথাও ২৬০ টাকা!
বিক্রেতারা বলছেন, সরবরাহ না থাকায় তাদের কিনতে হচ্ছে বেশি দামে। তবে যেসব ব্যবসায়ীর কাছে পেঁয়াজের মজুত আছে, তারা আরো বেশি লাভের আশায় পেঁয়াজ বাজারে ছাড়ছেন ধীরে।
পেঁয়াজ কিনতে আসা আব্দুল্লাহ বলেন, বৃহস্পতিবার খবরে দেখলাম, পেঁয়াজ ১৮০ থেকে ২০০ টাকা। রাত পোহাতেই সেই পেঁয়াজ কীভাবে ২৫০ টাকা হয়ে গেল, মাথায় আসছে না।
মিরপুর বাজারের খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, সকালে আড়ত থেকে পেঁয়াজ কিনেছি ২৪০ টাকা কেজিতে। আর বিক্রি করছি ২৫০ টাকায়। আড়তেও দাম বেড়েছে, কারণ চট্টগ্রামে দাম বেড়েছে। হিলি দিয়ে তো পেঁয়াজ আসছে না।
রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজ বাজারের চিত্রও প্রায় একই। সেখানেও পেঁয়াজ ২৩০ টাকা থেকে ২৬০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। তবে আগের মতো কেউ পেঁয়াজ কিনছে না। বিক্রি কমে যাওয়ায় বিক্রেতাদেরও মাথায় হাত পড়ছে।
কারওয়ান বাজারে পাতাসহ নতুন পেঁয়াজও উঠেছে। এক কেজি পাতাসহ পেঁয়াজের দাম ১৫০ টাকা। দাম কম হওয়ায় অনেকে এই কাঁচা পেঁয়াজও কিনে নিয়ে যাচ্ছেন।
এদিকে সবজির বাজারেও চড়াভাব লক্ষ্য করা গেছে। কারওয়ান কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি সিম বিক্রি হচ্ছে ৭০ টাকা, টমেটো ১০০ থেকে ১১০ টাকা, বেগুন ৭০ টাকা ও গাজর ১০০ টাকায়। এছাড়া ঝিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, নতুন আলু ১০০ টাকা, পাতাকপি প্রতি পিস ৪০ টাকা, মুলা ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা ও কাঁচা মরিচ ২০০ গ্রাম ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এসবের মধ্যে শশার দাম অন্যদিনের তুলনায় ছিল অনেক বেশি। প্রতিকেজি শশা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকায়।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`