রুশ সেনা নিয়ে যা বলল মস্কো
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ভেনিজুয়েলায় রুশ সেনা এবং দু’টি বিমান দেশটির সংবিধান মেনে এবং বৈধ ভাবে পাঠানো হয়েছে। এ কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ। ভেনিজুয়েলায় রাশিয়া নাক গলাচ্ছে বলে কোনো কোনো খবরে যে দাবি করা হয়েছে সে সম্পর্কে মন্তব্য করার জন্য সংবাদ মাধ্যমের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
গত শনিবার দেশটিতে রুশ মালামালসহ প্রায় একশ সেনা, আইএল-৬২ এবং এএন-১২৪ বিমান পাঠিয়েছে রাশিয়া। এ দুই বিমান প্রায় ৩৫টন মালামাল বহন নিয়ে গেছে।
২০০১ সালে কারাকাস এবং মস্কোর মধ্যে সই করা সামরিক-কারিগরি সহযোগিতা চুক্তির আওতায় এ সব রুশ সেনা এবং মালামাল ভেনিজুয়েলায় পাঠানো হয়েছে বলে জানান মারিয়া। দেশটিতে রুশ সেনা পাঠানোর জন্য নতুন করে কোনো অনুমোদন নেয়ার দরকারও নেই।
এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে মারিয়া বলেন, চুক্তিটি রাশিয়া এবং ভেনিজুয়েলা উভয়পক্ষ এর আগে অনুমোদন করেছে কাজেই এ নিয়ে ভেনিজুয়েলার জাতীয় সংসদের নতুন করে অনুমোদন নেয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই।
ভেনিজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো গত ২৩ জানুয়ারি আমেরিকার প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনাকে তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন উসকানি বলে অভিহিত করেছেন। গত দুই মাসে ভেনিজুয়েলার সরকার পরিবর্তনের জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ প্রেক্ষাপটে রাশিয়া মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেয়। এ ছাড়া, দেশটিতে সেনা এবং মালামাল পাঠায় রাশিয়া।
নিউজওয়ান২৪/ইরু
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন