রিয়ালে যাচ্ছেন নেইমার, পিএসজিতে রোনালদো!
নিউজওয়ান ডেস্ক
২০১৯ সালের দিকে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন সাবেক বার্সা তারকা নেইমার। অন্যদিকে রোনালদো যোগ দিতে যাচ্ছেন পিএসজিতে। ফুটবল অঙ্গনে এখন এমন জোর গুঞ্জনই চলছে। কারণ এতদিন সবাই জেনে আসছিল ২০২১ সাল পর্যন্ত রিয়ালে থাকবেন রোনালদো।
তবে সম্প্রতি জানা গেছে তিনি ২০১৯ সাল পর্যন্ত রয়েছেন রিয়ালে। ২০১৯ সালের পর রিয়ালের সঙ্গে আর চুক্তিবদ্ধ না হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এ অবস্থায় রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ চোখ রেখেছেন নেইমারের ওপর। যেকোনো মূল্যেই তাকে দলে ভেড়ানোর জন্য জোর তৎপরতা শুরু করেছেন তিনি।
স্প্যানিশ ক্রীড়া সাময়িকী ডন ব্যালন জানিয়েছে, পেরেজকে রিয়ালে যোগ দেয়ার পাকা কথাও নাকি দিয়েছেন নেইমার।
আর এই ট্রান্সফারে টাকার অংকে কী পরিমাণ লেনদেন হবে তা বলা না গেলেও রিয়াল নাকি রোনালদোকে পিএসজিকে দিয়ে দেবে, এমনটাই শোনা যাচ্ছে।
তবে মৌসুম খারাপ কাটানো বুড়ো রোনালদোকে নিয়ে আগামীর তারকা নেইমারকে কি আসলেই ছাড়বে পিএসজি? এটাই এখন দেখার বিষয়।
সম্প্রতি বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরই মধ্যে করে ফেলেছেন ১৫ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল