ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

রিফাত হত্যাকাণ্ড: রাব্বি-সাইমুন রিমান্ডে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫১, ১২ জুলাই ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বরগুনায় শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডের ছয় নম্বর আসামি আল কাইয়ুম রাব্বি আকনকে সাত দিন ও জড়িত সন্দেহে আটক কামরুল হাসান সাইমুনকে ফের তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

এর আগে সাইমুনকে ১ম দফায় ৫ দিন, ২য় দফায় ৫ দিন, ৩য় দফায় ৩ দিন রিমান্ড দেয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রব্বি ও সাইমুনকে শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত রাব্বির সাতদিন ও সাইমুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এরআগে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে রাব্বিকে পুলিশ গ্রেফতার করে। রাব্বি মামলার ৬ নম্বর আসামি। এ পর্যন্ত এজাহারভুক্ত সাত জন ও জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করে পুলিশ। গত ২ জুন মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ অন্যান্যরা। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত