ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ৪ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার মামলায় ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আগামী ৯ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে একটি মামলা করেন।

মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী-২০১৫) এর চারসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধায়ায় ওই মামলা দায়ের করা হয়।

নিউজওয়ান২৪/এমএম

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত