ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

রিক্সাচালককে মারপিট, কনস্টেবল বরখাস্ত

রাহেলা বেগম, জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৮:২৪, ৩০ এপ্রিল ২০১৬  

সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে এক রিক্সা চালককে মারপিট করার অপরাধে রুহুল আমিন নামের এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশীদ ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেন।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বরখাস্ত পুলিশ সদস্যকে সুনামগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় দিরাই বাসস্ট্যান্ড এলাকায় দিরাই থানার পুলিশ কনস্টেবল রুহুল আমিন রিক্সা চালক সাহিদ মিয়াকে শহরের দোওজ এলাকায় যেতে বলেন। সাহিদ যেতে রাজি না হওয়ায় কনস্টেবল রুহুল তার গলায় গামছা পেঁছিয়ে মাটিতে ফেলে বুকে লাথি মারে। এতে রিক্সাচালক সাহিদ অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা প্রথমে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার উন্নতি না হলে তাকে সিলেট এমএজি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয় রিক্সাচালকরা রাতেই দোষী পুলিশ সদস্যের বিচার চেয়ে শহরে বিক্ষোভ মিছিল করে।


নিউজওয়ান২৪.কম/আরবি/এসএল

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত