ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

রাজশাহীতে পাঁচতলা ভবন হেলে পড়েছে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৯, ১ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর কলাবাগান ওয়াপদা কলোনীতে ফাটল ধরে হেলে পড়েছে নির্মাণাধীন ভবন। এ ঘটনায় প্রতিবেশিসহ উদ্বিগ্ন এলাকাবাসী। তিনতলা নকশার অনুমোদন থাকলেও পাঁচতলা উঠানোয় এঘটনা ঘটে।

বুধবার বিকালে বিল্ডিংয়ে নির্মাণকাজ চলাকালীন ফাটল ধরলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের টিম এসে ভবনের বসবাসরত মানুষকে ভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, ভবনে ফাটল ও হেলে পড়ার খবর দিলে আমরা ভবনে বসবাসরত মানুষকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রতিবেশী এলিজা খাতুন অভিযোগ করেন, আবর্জনা দ্বারা পুকুর ভরাট করে তিনতলা ভবন নির্মাণের অনুমতি পেলেও সেখানে পাইলিং ছাড়া পাঁচতলা ভবন নির্মাণ করেন। শুরু থেকে এই ভবন নির্মাণকে ঝুঁকিপূর্ণ বলে নোটিশ দেয়া হলেও পুনরায় তা নির্মাণ করা হয়।

সম্প্রতি রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বরাবর বিধিবহির্ভূত নির্মাণ বন্ধ করার বিষয়ে একটি আবেদনপত্র দেয়া হয়। সেখানে আবর্জনা দ্বারা পুকুর ভরাট করে তিনতলা ভবন নির্মাণের অনুমতি পেলেও সেখানে কোনো পাইলিং ছাড়া পাঁচতলা ভবন নির্মাণ করছেন বলে উল্লেখ করা হয়।

নির্মাণ কাজ বন্ধের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে নির্দেশ দেয়া হলেও তা চালু রাখা হয়। অবৈধ নির্মাণের জন্য ২০১৬ সালে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও নোটিশের কোনো জবাব দেননি নির্মিত ভবনের মালিক রাজিয়া খাতুন হিরা।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত