ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ৯ নভেম্বর ২০১৮  

ছবি: নিউজওয়ান২৪

ছবি: নিউজওয়ান২৪

শীর্ষ নেতা ড. কামাল হোসেনের অনুপস্থিতিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। আর সমাবেশে যাতে কোন নাশকতা না হয় সেজন্য নগরীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

এদিকে শারীরিক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যোগ দেননি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম ডিকেন জানান, জাতীয় ঐক্যফ্রন্টের এ মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যা ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন থান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কর্নেল অলি আহমদ, আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

তিনি অভিযোগ করে বলেন, সমাবেশ উপলক্ষে রাজশাহী অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিকল্প ব্যবস্থায় নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হচ্ছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর সাহেববাজারে নেতা-কর্মীদের নিয়ে অবস্থান করছেন।

সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনসহ ৭ দফা দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীতে এটি চতুর্থ সমাবেশ।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত