ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২ অক্টোবর ২০১৮  

প্রতীকী

প্রতীকী

রাজধানীতে পৃথক দুই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। 

তারা হলেন, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রাশেদ (৩০) ও টিটিপাড়ায় মিলন (৩০)।

মঙ্গলবার দুপুরের দিকে ডেমরা ও সন্ধ্যায় টিটিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া পৃথক দুটি ঘটনায় মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

রাশেদের সহকর্মী শিমুল জানায়, তারা ডেমড়া স্টাফ কোয়ার্টার হাজীনগর এলাকায় একটি ভবন নির্মানের জন্য পাইলিংয়ের কাজ করছিলো। কাজ করার সময় তার হাতে থাকা একটি লোহা পাইপ পাশের বিদ্যুতের তারের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাশেদ। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে টিটিপাড়া এনএস সিএনজি পাম্পে একটি গাড়ি ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মিলন।

তার সহকর্মী মেহেদী হাসান জানান, এনএস সিএনজি পাম্পেই কাজ করে তারা। মিলন সন্ধ্যায় পাম্পের ভিতরে পানির মোটর দিয়ে একটি গাড়ি ধোয়ার কাজ করছিলো। কাজ করার সময় পাইপের পানি পাশের একটি বিদ্যুতের তারের সাথে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে সে। পরে হাসপাতালে আনার পরে চিকিৎসক তাকে সন্ধ্যা সোয়া ৬টায় মৃত ঘোষণা করেন।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত