ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

রহস্যে ভরা মানবদেহ

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০২:২৫, ২৬ এপ্রিল ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমরা নিজেদের শরীর সম্পর্কে কতটুকু জানি? মানবদেহ সম্পর্কে যেমন মানুষের কৌতুহলের শেষ নেই ঠিক তেমনি মানবদেহ নিয়ে বিজ্ঞানীদেরও ঘাটাঘাটির অন্ত নেই। 

মানব শরীর আসলেই এক আজব কারখানা। আর এই শরীরকে কেন্দ্র করেই রয়েছে অসংখ্য রহস্যের জট। 

মানবদেহ নিয়ে এমনই কিছু বিস্ময়কর তথ্য সম্পর্কে তবে জেনে নিন-

১) আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে খেয়াল করে থাকবেন ছেলেদের তুলনায় আপনার হৃদস্পন্দনের হার সামান্য বেশি। অনেকে হয়তো ভেবে থাকবেন এটি মনের ভুল কিন্তু আসলেই এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

২) শুধু যে মেয়েদের হৃদস্পন্দন ছেলেদের চেয়ে বেশি তা নয়, ছেলেদের চেয়ে মেয়েদের চোখের পলক ফেলার হার দ্বিগুণ।

৩) হেঁচকি অনেক লম্বা সময় ধরে স্থায়ী হতে পারে। এতটাই লম্বা সময় যেটা আপনি ভাবতেও পারবেন না। বিশ্বের সবচেয়ে বেশি সময় একনাগাড়ে হেচকি হওয়ার রেকর্ড যে ব্যক্তির তার নাম চার্লস অসবর্ন। উনার টানা ৬৮ বছর ধরে একনাগাড়ে হেঁচকি চালিয়ে যাওয়ার রেকর্ড আছে।

৪) গত রাতে স্বপ্ন মনে করতে পারছেন না তাইতো! সমস্যা নেই। প্রায় ৯০ শতাংশ মানুষই তাদের স্বপ্ন ঠিক ভাবে মনে রাখতে পারেনা।

৫) প্রায় ৭০ শতাংশ মানুষই চুম্বনের সময় তাদের মাথা ডান দিকে সামান্য কাত করেন।

৬) শীতে অবশ্যই মাথায় টুপি পড়বেন। কারণ প্রায় ৮০ শতাংশ শরীরের তাপ আপনার মাথার অংশ দিয়েই বাইরে চলে যায়। তাই একটি উলের টুপি সহজে আপনাকে গরম রাখতে পারে।

৭) লজ্জা পাওয়ার সময় আমাদের গাল সামান্য লাল হয়ে যায়। অনেকেই জানেননা লজ্জা পাওয়ার সময় আমাদের পাকস্থলীও লাল রং ধারণ করে।

৮) প্রতি তিন থেকে চার সেকেন্ডে আমাদের শরীরের প্রায় ৫০ হাজার কোষ মারা যায় এবং সেগুলো নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়।

৯) যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার শরীরের সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে আপনার স্পার্ম এর কোষ।

১০) শিশুরা বসন্তকালে তুলনামূলক দ্রুত বাড়ে। এই ঘটনাটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

১১) খুশি থাকা কি বেশি কঠিন? উত্তর হল- না। কারণ হাসতে গেলে আপনার শরীরের মাত্র ১৭টি পেশী কাজ করে। আর ভ্রু কুঁচকে দুশ্চিন্তা করলে শরীরের ৪৩টি পেশী কাজ করে। তাহলে আপনি বলুন কোনটি সহজ?

১২) একজন সাধারন মানুষ প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজারটি শব্দ বলে থাকে। তবে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য না।

১৩) গবেষণায় দেখা গেছে সোমবারে হার্ট অ্যাটাকের পরিমাণ অন্যান্য দিনের চেয়ে বেশি থাকে।

১৪) আপনি অবশ্যই জেনে থাকবেন স্টিল অত্যন্ত শক্ত এবং স্থায়ী। তবে আপনার শরীরের হাড় স্টিলের চেয়েও অধিক শক্ত এবং স্থায়ী। সেজন্য হাড় ভাঙ্গার সময় এত বেশি ব্যথা অনুভব হয়।

১৫) আমরা খেয়াল করে দেখে থাকি শিশুদের চোখ তুলনামূলক বড় দেখা যায়। কারণ আমাদের অক্ষিগোলক ছোটবেলা থেকে কখনোই আকারে বাড়ে না। অন্যদিকে আমাদের কান ও নাক সবসময়ই বাড়তে থাকে।

১৬) সারাদিনের ধকলের পর আপনার শরীর ৮ মিলিমিটার পর্যন্ত খাটো হয়ে যায়। অন্যদিকে ঘুম থেকে উঠার পর এটি বেড়ে যায়।

১৭) আপনি যতবারই চেষ্টা করুন না কেন আপনি কখনই আপনার চোখ খোলা রেখে হাঁচি দিতে পারবেননা।

১৮) শুধু আপনার মুখেই এত পরিমান ব্যাকটেরিয়া আছে যতটা না মানুষ এই পৃথিবীতে আছে।

১৯) প্রতি দশ বছর অন্তর মানুষের কঙ্কাল পুনর্গঠিত হয়।

২০) আপনি কি জানেন আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হচ্ছে আপনার চাপার পেশী?

২১) শুধু যে আপনার আঙ্গুলের ছাপই আপনার শরীরের মৌলিক অংশ তা নয়। আপনার জিহ্বার প্যাটার্ন ও সম্পূর্ণ মৌলিক এবং বাকি সবার থেকে আলাদা।

২২) একজন মানুষের মস্তিষ্ক এতটাই শক্তিশালী যে এটি একটি দশ ওয়াট বাল্বের সমান এনার্জি খরচ করে।

২৩) আপনার শরীরের ওজন যদি ১৫০ পাউন্ড হয় তাহলে এরমধ্যে ২১ পাউন্ডই আপনার হাড়ের ওজন।

২৪) আপনি কি আপনার অক্ষিগোলকের সঞ্চালনের শব্দ শুনতে পান? খুব অল্প মানুষই এই শব্দটি শুনতে পায় এবং এই বিষয়টি নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই।

২৫) গর্ভাবস্থায় নারীরা তিনটি জিনিস স্বপ্নে বেশি দেখে থাকেন। এগুলো হচ্ছে ব্যাঙ, গর্ভ এবং টবে লাগানো গাছ।

২৬) প্রতি দুই হাজার শিশুর মধ্যে একজন শিশু দাঁতসহ জন্মগ্রহণ করে।

২৭) কানে শোনা আপনার গ্রহণ করা খাদ্যের পরিমাণ এর সঙ্গে সম্পর্কিত। যদি আপনি অধিক পরিমাণে খাবার খেয়ে থাকেন তাহলে আপনি কানে তুলনামূলক কম শুনবেন।

২৮) আপনি মারা যাওয়ার পর পরই আপনার চুল এবং নখ বৃদ্ধি পাওয়া বন্ধ করে দেয়।

২৯) যখন আপনার বগল ঘামে তখন শুধুমাত্র ঘামই দুর্গন্ধ সৃষ্টি করেনা। দুর্গন্ধের মূল কারণ হচ্ছে ঘামের সঙ্গে থাকা ব্যাকটেরিয়া।

৩০) পৃথিবীর সবচেয়ে সেরা ক্যামেরা ২০০ মেগা পিক্সেলের। আপনার চোখ যদি ক্যামেরা হত তাহলে সেটি হত ৫৭৬ মেগাপিক্সেলের।

৩১) একজন সাধারণ মানুষের শরীরের ভেতর বাহির মিলিয়ে  গড়ে ৪ পাউন্ড ব্যাকটেরিয়া থাকে।

৩২) আপনার মস্তিষ্ক আপনার শরীরের ২০ শতাংশ অক্সিজেন ও রক্ত গ্রহণ করে থাকে।

৩৩) আপনার হাতের সবচেয়ে ছোট আঙ্গুল হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। কিন্তু এই আঙ্গুলি আপনার হাতের শক্তির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

৩৪) কাউকে দেখে কিভাবে বুঝবেন যে সে মিথ্যা বলছে? হ্যাঁ এটা বলা সম্ভব। কারণ যখন একজন ব্যক্তি মিথ্যা কথা বলে তখন সে স্বাভাবিক সময়ের তুলনায় অধিক পরিমাণে চোখের পলক ফেলে।

৩৫) একজন মানুষের ঘ্রাণশক্তি তার স্বাদ গ্রহণের চেয়ে ১০০ গুণ বেশি প্রখর।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি