রমজানের প্রস্তুতির নেওয়ার মাস ‘শাবান’
ধর্ম ডেস্ক
বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.) শাবান মাসের শুরু থেকেই রমজানের প্রস্তুতি নিতেন
আরবি হিজরি সনের অষ্টম মাস ‘শাবান’ শুরু হয়েছে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস শাবানে বিশেষ আমল করতেন।
শাবান মাসে প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) এর ইবাদত বন্দেগি দেখে তাঁর স্ত্রীগণ বিস্ময়ে বিমুগ্ধ হয়ে যেতেন। রমজান ছাড়া প্রিয়নবী (সা.) শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন।
রমজানের প্রস্তুতির নেওয়ার মাস ‘শাবান’
রহমত, বরকত, মাগফিরাতের মাস রমজান সমাগত। এই মহান মাসের যথাযোগ্য মর্যাদা দান ও এর থেকে পূর্ণাঙ্গ ফায়দা অর্জনের জন্য চাই যথেষ্ট পূর্বপ্রস্তুতি।
বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.) শাবান মাসের শুরু থেকেই রমজানের প্রস্তুতি নিতেন এবং সাহাবিদেরও এর নির্দেশ দিতেন। সালাফে সালেহীনের জীবনে পাওয়া যায় যে, তারা বছরের প্রথম ছয় মাস রমজানের প্রস্তুতি নিতেন, আর বাকি ছয় মাস আমল কবুলের দোয়া করতেন। সঠিক অর্থে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি সেই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ!
ব্যক্তিগত প্রস্তুতি
(১) সজাগ সতর্ক হওয়া: শাবানের আগে ও পরে দু’টি মহিমান্বিত মাস (রজব ও রমজান) থাকায় অনেক সময় শাবানের ব্যাপারে ঔদাসিন্য দেখা যায়। রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘শাবান মাস সম্পর্কে মানুষ উদাসিন।’ তাই শাবান মাসের আমলসমূহের ব্যাপারে অবহেলা না করে আরো বেশি সজাগ সতর্ক ও যত্নবান হওয়া উচিত।
(২) তাওবা ও ইস্তেগফার: রমজান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের মাস। তাই এই মাস আসার পূর্বে সব প্রকার গুনাহ থেকে পবিত্র হওয়া জরুরি। কারণ গুনাহের আধিক্য আমলের প্রতি অনীহা সৃষ্টি করে। ইমাম ফুযাইল রহ. বলেন, ‘যদি তুমি দিনে রোজা রাখতে ও রাতে কিয়াম করতে না পারো তবে ধরে নাও বন্দি; তোমার গুনাহ তোমাকে আবদ্ধ করে রেখেছে।’
বিশেষত বান্দার হক সম্পর্কিত কোনো বিষয় থাকলে রমজান আসার পূর্বেই তা মিটিয়ে ফেলা জরুরি। হাদিসে এসেছে, ‘আল্লাহ তায়ালা মধ্য শাবানের রাতে (শবে বরাত) বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশরিক ও বিবাদকারী ব্যতীত সবাইকে ক্ষমা করেন।’
(৩) দোয়া করা: ক্ষণস্থায়ী এই জীবনের প্রদীপ যেকোনো সময় নিভে যেতে পারে, তাই রমজান প্রাপ্তির জন্য বেশি বেশি দোয়া করা উচিত। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে, রাসূলুল্লাহ (সা.) রজব মাস আসলে নিম্নের দোয়াটি পড়তেন-
‘আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসে আমাদের (জীবনে) বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’
(৪) কাজের ব্যস্ততা কমিয়ে ফেলা: রমজান আসলেই বিভিন্ন পেশার মানুষ তাদের দুনিয়াবী কাজকর্মে প্রচুর ব্যস্ত হয়ে পড়ে। এমনকি এই ব্যস্ততার দরুন অনেক সময় বিভিন্ন ফরজও ছুটে যায়। অথচ এটি সালাফে সালেহীনের সম্পূর্ণ বিপরীত পথ। তাই এখন থেকেই কাজের রুটিন করে ব্যস্ততা কমিয়ে আনা জরুরি। ইমাম আমর ইবনুল কাইস রাহ. শাবান মাস শুরু হলে দোকান – ব্যবসা বন্ধ করে কোরআন তেলাওয়াতে মগ্ন হতেন।
শাবান মাসের আমলসমূহ: শাবান মাসে রাসূলুল্লাহ (সা.) এর সর্বাধিক পছন্দনীয় আমল ছিল রোজা রাখা। হজরত উসামা ইবনে যায়েদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ! শাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন অন্য মাসে তেমন রাখতে দেখিনা। তিনি ইরশাদ করলেন, ‘শাবান হলো রজব ও রমজানের মাঝের মাস, যার ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এই মাসে মানুষের আমলসমূহ আল্লাহর নিকট যায়, তাই আমি চাই যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহর নিকট পৌঁছুক।’ (নাসায়ী)
এজন্য রমজানের পূর্বপ্রস্তুতি স্বরূপ শাবানের বেশির ভাগ বা না পারলে কমপক্ষে প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা উচিত। এছাড়াও কোরআন তিলাওয়াত, যিকির-ইস্তেগফার অধিকহারে করার অনুশীলন করা।
(৫) ফাযায়েল-মাসায়েলের ইলম অর্জন করা: কোনো কাজের মর্যাদা ও লাভ জানা থাকলে সেই কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। এজন্য নির্ভরযোগ্য হাদিসগ্রন্থ থেকে রমজানের বিভিন্ন আমলের ফজিলত বারবার পাঠ করা উচিত। পাশাপাশি রোজা, তারাবি, সেহরি, ইফতার, জাকাত, সদকাসহ অন্যান্য বিষয়ের প্রয়োজনীয় আহকাম ও মাসায়েল জানা আবশ্যক।
এজন্য এখন থেকেই অভিজ্ঞ আলেম-মুফতির তত্বাবধানে ‘ফিকহুস সিয়াম’ শিক্ষা শুরু করা যেতে পারে।
পারিবারিক প্রস্তুতি
(১) রমজানের গুরুত্ব শেখানো: রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে (কেয়ামতের দিন) জিজ্ঞাসিত হবে।’ একজন পরিবারের কর্তাব্যক্তি পরিবারের সদস্যদের আর্থিক-সামাজিক উন্নতির সঙ্গে সঙ্গে ধর্মীয় অগ্রগতিরও দায়িত্বশীল। তাই পরিবারের ছোট-বড় সবাইকে রমজানের আগেই এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অবহিত করা এবং প্রয়োজনীয় মাসায়েল শেখানো আবশ্যক। পাশাপাশি আমলের তদারকি করা ও সাংসারিক ব্যস্ততায় যেন কোনো আমলে ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
(২) ভাংতি রোজা কাযা করা: শরয়ী ওযরের কারণে রমজান মাসে রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে। এখানে শরয়ী ওযর বলতে মারাত্মক অসুস্থতা, মাসিক ঋতুস্রাব, প্রসবকালীন স্রাব ও সফরজনিত কারণকে বুঝানো হয়েছে। অনেককে এই ভাংতি রোজাগুলো কাযা করতে অলসতা দেখা যায়।
হজরত আয়েশা (রা.) বলেন, ‘রমজান মাসে আমার যে রোজাগুলো ছুটে যেত পরবর্তী শাবান মাসের মধ্যেই আমি তা কাযা করে ফেলতাম।’ (বুখারী) তাই যাদের ভাংতি রোজা রয়েছে; রমজান আসার পূর্বেই সেই কাযা রোজাগুলো করে ফেলা উচিত।
(৩) সাংসারিক রুটিন ও কর্মবণ্টন: রমজান মাসে পুরুষের পাশাপাশি নারীদেরও সমানভাবে ইবাদত-বন্দেগিতে লিপ্ত হওয়া উচিত। নারী সাহাবি, তাবেয়ীদের জীবনীতে এমনি দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে সাংসারিক ব্যস্ততার দরুন অনেক নারীই পর্যাপ্ত ইবাদতের সময় বের করতে পারেন না। এমনকি অনেকের তারাবি বা কোরআনের খতমও পুরা হয় না।
তাই এখন থেকেই দৈনন্দিন রুটিন বানিয়ে পারস্পারিক সহযোগিতা ও কর্মবণ্টনের মাধ্যমে কাজ সহজ করে নেওয়া দরকার। এর সঙ্গে রমজানের প্রয়োজনীয় কেনাকাটাও আগেভাগে সেরে ফেলা উচিত, যাতে এজন্য কোনো পবিত্র রজনী নষ্ট না হয়। বাসাবাড়ীর কাজের লোক ও কর্মক্ষেত্রের কর্মকর্তা – কর্মচারীর ক্ষেত্রেও একই কথা। দায়িত্বের চাপে যেন তাদের রোজার কোনো ক্ষতি না হয় সেদিকেও যত্নবান থাকা প্রয়োজন।
সামাজিক প্রস্তুতি
রমজানকে স্বাগত জানিয়ে নানা আয়োজন হয়ে থাকে আমাদের দেশে। রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো পোস্টার–লিফলেট ছাপায়। দ্রব্যমূল্য কমানো, অশ্লীলতারোধসহ বিভিন্ন দাবি ও পয়গাম থাকে সেইসব পোস্টারে…! অনেকে বুকে সাদা পোশাকে ‘স্বা গ ত ম মা হে র ম জা ন’ লিখে রাস্তায় র্যালি বের করে। কখনো এসব র্যালি ব্যস্ত নগরীর প্রচণ্ড জ্যামে অতিষ্ঠ জনগণের ভোগান্তি আরো কিছুক্ষণ বাড়িয়ে দেয়।
আসলে কী উপায়ে রমজানকে স্বাগত জানানো উচিত আমাদের?
(১) দাওয়াতি কর্মসূচি: মুসলিম প্রধান দেশ হলেও দুঃখজনক সত্য এই যে, দেশের অনেক মানুষ রমজানের রোজা রাখে না। এতে কিশোর-যুবকের পাশাপাশি শারীরিক শ্রম দিয়ে খেটে খাওয়া মানুষদের (রিকশাওয়ালা, দিনমজুর, লেবার, হেলপার) সংখ্যাই বেশি। দ্বীন বিষয়ে অজ্ঞতা ও কাজের অজুহাতে তারা রোজা রাখে না। এসব মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের রোজা-নামাজের গুরুত্ব শেখানো আবশ্যকীয় কর্তব্য। দাওয়াতের সার্বজনীন কর্মসূচীর মাধ্যমে এখন থেকেই তা শুরু করা উচিত।
(২) সামাজিক কর্মসূচি: বরকত ও প্রাচুর্যের মাস রমজানকে এক শ্রেণির ব্যবসায়ী মহল বিভীষিকাময় করে তোলে। তাদের মাত্রাতিরিক্ত মুনাফা লোভের শিকার সাধারণ রোজাদার মুসলমান।
রমজানকে স্বাগত জানিয়ে একদিনের র্যালি-মিছিলের পরিবর্তে এখন থেকেই এসব অনৈতিকতা রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া দরকার। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সবশ্রেণীর দ্বীনদার মুসলমানদের এতে অংশগ্রহণ থাকা উচিত।
শেষ কথা...
হাদিসে এসেছে, ‘বছরের নির্দিষ্ট কিছুদিন তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ উপহার রয়েছে। তাই সেই উপহার গ্রহণে তোমরা সচেষ্ট হও!’ ইমাম আবু বকর বালখি রহ. বলেন, ‘রজব হলো বীজবোপন, শাবান হলো সেচ দেওয়া ও রমজান হলো ফসল কাটার মাস।’ তাই যে রজবে বীজ বোপন করেনি, শাবানে সেচ দেয়নি সে কিভাবে রমজানে ফসল কাটবে।
এজন্য আমাদের সবার উচিত দৈহিক-আত্মিক পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেই রমজানকে স্বাগত জানানো। আল্লাহ আমাদের উত্তম তাওফিক দান করুন। আমিন।
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’