ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

যেভাবে মিলবে মেট্রোরেলের টিকিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ২৭ ডিসেম্বর ২০২২  

অপেক্ষার অবসান হতে যাচ্ছে।  আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম মেট্রোরেল। পর দিন বৃহস্পতিবার থেকে তাতে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। 

কীভাবে টিকিট কাটতে হবে মেট্রোরেলের, সেটা সবিস্তারে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

টিকিটসহ মেট্রোরেলের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তারা জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এই ট্রেন। প্রথম দিকে দুই ধরনের টিকিট পাওয়া যাবে—স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি)।

স্থায়ী টিকিট পেতে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক দেওয়া হবে। অন্যদিকে এক যাত্রার (সিঙ্গেল জার্নি) টিকিটির জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না। স্টেশন থেকে এই কার্ড কিনে যাত্রা করা যাবে। ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে।

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা করে ভাড়া যোগ হবে।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত