ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

যে কারণে রোজা রাখছেন ব্রিটিশ এমপি পল ব্রিস্টো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২৮ এপ্রিল ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো


যুক্তরাজ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের রোজা। ইসলাম ধর্মালম্বীরা পুরো রমজান মাসটিই ফরজ রোজা পালন করে থাকেন। কিন্তু এবার ইসলামকে আরো ভালোভাবে বোঝতে রোজা রাখছেন যুক্তরাজ্যের অমুসলিম এমপি পল ব্রিস্টো।

ইস্টার্ন ইংল্যান্ডের পিটারবারো’র কনজারভেটিভ পার্টির এমপি ব্রিস্টো টুইটারে একটি ভিডিও বার্তায় তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২৭ এপ্রিল তার ওই ভিডিও বার্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটর।

এমপি ব্রিস্টো বলেন, ‘রমজান হলো আধ্যাত্মিক চিন্তা, নিজের উন্নতি এবং গভীর প্রার্থনার সময়। রমজানের প্রথম সপ্তাহ আমিও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলিম নই।’

ব্রিটিশ এমপি বলেন, ‘আমি রমজানের প্রথম সপ্তাহ রোজা রাখছি। আমার শহর পিটারবারোতে বসবাসরত ২০ হাজার মুসলিমের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই।’

উল্লেখ্য, রোজা ও ইসলাম বিষয়ে প্রতিদিনের অভিজ্ঞতা টুইটার ও নিজের ওয়েবসাইটে নিয়মিত শেয়ার করছেন পল ব্রিস্টো।

সূত্র: মিডল ইস্ট মনিটর

নিউজওয়ান২৪.কম/এমজেড