ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

যে কারণে নির্বাচনের সিদ্ধান্ত পাল্টালেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬, ১১ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। গতকালও তিনি অটল ছিলেন নির্বাচনে লড়ার সিদ্ধান্তে। তবে আজ তিনি সরে দাঁড়ালেন। শুধু মাত্র ভক্তদের কারণে নির্বাচনে লড়ছেন না ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। 

এদিকে, এর আগে শনিবার সন্ধ্যায় খবর প্রকাশিত হয় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে অংশ নিতে রোববার সকাল ১০টায় আওয়ামী লীগের মনোয়নয়ন সংগ্রহ করবেন শাকিব। এমন সিদ্ধান্তের কথাও জানান তিনি নিজেই। তবে রাতেই এ সিদ্ধান্ত পাল্টান ঢাকাই ছবির শীর্ষ এ নায়ক।

জানা গেছে, গাজীপুরের একটি আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছি‌লেন শা‌কিব খান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার গ্রীন সিগন্যাল পে‌লেই নির্বাচ‌নে অংশ নে‌বেন তি‌নি।

সিদ্ধান্ত পালটানোর পর শাকিবের ভাষ্য, গতকাল নির্বাচন করার ইচ্ছে ছিলো। দলীয় হাইকমান্ড থে‌কেও চাইছেন আমি যেন নির্বাচ‌নে অংশ নি‌য়ে সি‌নেমার পাশাপাশি দে‌শেরও সেবা ক‌রি। বিষয়‌টি নি‌য়ে ঘ‌নিষ্ঠ‌দের স‌ঙ্গে আলোচনা ক‌রে ত‌বেই নির্বাচ‌নে অংশ নেয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছিলাম। কিন্তু এ সংক্রান্ত খবর গণমাধ্যমে আসার পর আমার ভক্তদের মনে কষ্ট দেখলাম। মূলত তারা চাইছেন না আমি নির্বাচনে লড়ি। তাই আপাতত সিনেমায় ব্যস্ত থাকতে চাই। এই কারনেই সিদ্ধান্ত বদলেছি। 

আসলে আজ আমি শাকিব খান হয়েছি ভক্তদের কারণে। তাই আমি চাই না তাদের কষ্ট দিয়ে কিছু করতে। আমার কা‌ছে দর্শক-ভক্তরা আগে। তা‌দের ভা‌লোবাসায় চিরকাল বেঁচে থাকতে চাই।

এদিকে, নায়ক শাকিবের পাশাপাশি খেলোয়াড় সাকিব আল হাসানও নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে গতকাল খবর প্রকাশিত হলেও শেষমেশ তিনিও নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।

নিউজওয়ান২৪/জেডআই