ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

যে আসনে মনোনয়ন পেলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ২৫ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেলেন ক্রিকেটের মহানায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে ক্ষমতাসীন দলটি। দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চিঠি বিতরণ করেছেন। সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করবেন এই ক্রিকেটার।

মনোনয়ন ফর্ম বিক্রির পর ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী নিশ্চিত করা হয়। আর এতে জানানো হয়, নৌকা হাল ধরার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে সুবাধে আজ চিঠি পেলেন মাশরাফি।

এদিকে, নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নপত্র কেনার পর থেকে নিশ্চিতই ছিল তিনিই পাচ্ছেন আওয়ামীলীগের দলীয় ব্যানারে নির্বাচন করার সুযোগ। আর পেলেনও তাই।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত