ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সে মহান একুশে উদযাপন

ফ্রান্স সংবাদদাতা

প্রকাশিত: ২২:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রান্সে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল রেখে প্যারিসের ক্যাথসীমায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইপিবিএ ফ্রান্স শাখার নেতৃবৃন্দ।

ইপিবিএ ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান। 

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন- ফ্রান্স আওয়ামী লীগ সহসভাপতি সুনাম উদ্দিন খালিক, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল আবেদীন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আবু তাহির।

এ সময় বক্তব্য রাখেন- ইপিবিএ ফ্রান্স শাখার জ্যৈষ্ঠ সহ সভাপতি অজয় দাস, নারী সম্পাদক সুমা দাস, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেইন মুজাহিদ। সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধক্ষ্য হোসাইন মোহাম্মদ মনির, দপ্তর সম্পাদক নাসির আহমেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পিন্টু পাল, বাংলা টিভি প্রতিনিধি রাসেল আহমেদ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রচার সম্পাদক দেলোয়ার চৌধুরী সহ আরো অনেকে।

এ সময় সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিপন প্লাসিড রিবিরিও এর উপস্থাপনায় এ সময় ভাষার গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী আতাউর খন্দকার বেণু, সুমা দাস মুন্নি খন্দকার ডেভিড শংকর ও গিটারিস্ট এস কে মাহমুদ।
 

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত