ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

ময়মনসিংহে মনোনয়ন দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ২৫ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের স্থানীয় প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার দুপুর ১২টা থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাথায় কাফনের কাপড় বেঁধে ও হাতে বৈঠা নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। আর এই বিক্ষোভের কারণে সড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়। 

তারা আরও জানান, ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনটি মহাজোট প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমামকে দেয়া হচ্ছে এই খবরে রাস্তা অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হেকিম ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি চলছে।

সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হেকিম বলেন, ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু এই আসনে যদি মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়, তাহলে বিরোধীদের জয় নিশ্চিত। সেজন্য আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে রাস্তা অবরোধ করেছেন দলের কর্মীরা।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত