ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১৭:২৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

 

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরের পর ঢাকায় বৃষ্টি হয়। তবে বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সামান্য পরিবর্তন হতে পারে।

ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এসেছে। তবে বৃষ্টির কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত