মোদিকেই ফের গদিনশীন দেখতে চান ইমরান খান
বিশ্ব সংবাদ ডেস্ক

দুই প্রধানমন্ত্রী ইমরান খান ও নরেন্দ্র মোদি -ফাইল ফটো
আর মাত্র একদিন পরে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনকে ঘিরে এখন সরগরম এখন সমগ্র ভারত। তবে তার অবশ্যাম্ভাবী প্রভাব পড়েছে প্রতিবেশী ‘চির শত্রু দেশ’ পাকিস্তানেও। বিরোধী দলে থাকা কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ দেশটির প্রগতিশীল শক্তিগুলো রীতিমতো কোমড় বেঁধে লড়ছে বিজেপিকে তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরাতে। এমন পটভূমিতে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান চাইছেন ‘মোদিজী’ই ক্ষমতায় থাকুন। কিন্তু কেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।
সম্প্রতি ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিতে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান বলেছেন, লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হলে কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনার পথে আসা সম্ভব হবে।
যদিও খোদ ভারতের রাজ্য পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তার দেশের প্রধানমন্ত্রী মোদিকে তুলনা করছেন হিটলারের সঙ্গে। গতকাল উত্তর দিনাজপুরের এক নির্বাচনী প্রচারণায় মোদিকে ‘ফ্যাসিবাদের সম্রাট’ আখ্যা দেন মমতা বন্দোপাধ্যায়। তার মতে, হিটলার বেঁচে থাকলে মোদির কর্মকাণ্ডে আজকে লজ্জায় গলায় দড়ি-কলসি নিয়ে আত্মহত্যা করতেন।
তবে ‘চির ভারত বৈরি দেশ’ পাকিস্তানের প্রথানমন্ত্রী চাইছেন ফের মোদি’ই বসুন ভারতীয় মসনদে।
মোদিকে ক্ষমতায় বিরাজমান দেখতে চেয়ে ইমরান বলেন, বিজেপির বদলে ক্ষমতায় অন্য কোনো দল এলে কাশ্মীর সমস্যার কোনও সমাধান করা কঠিন হয়ে পড়তে পারে।
মোদি ক্ষমতায় না এলে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠবে বলে উদ্বেগ প্রকাশ করে তিনি মত দেন, আফগানিস্তান, ভারত, ইরান- এই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান পাকিস্তান এবং এর নাগরিকদের জন্য খুবই প্রয়োজনীয়।
অপরদিকে, পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গত রবিববার এক বিবৃতিতে বলেন, ভোটের আগে চলতি মাসেই পাকিস্তানে ফের একবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাতে পারে ভারত।
আগামীকাল (১১ এপ্রিল) থেকে ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শুরু হবে যার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন