ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মেয়েকে পুড়িয়ে মারলেন বাবা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১২, ২৫ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নিজেদের চেয়ে ছোট জাতের ছেলেকে বিয়ে করায় মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারলেন বাবা। শনিবার ভারতের তেলেঙ্গানার কালামাদুগু গ্রামে এমন ঘটনা ঘটে। 

এদিকে, এ ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত বাবা-সহ পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ কমিশনার পি. সত্যনারায়ণ জানান, কালামাদুগু গ্রামের বাসিন্দা যাদব গোষ্ঠির পি. অনুরাধার সঙ্গে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল পদ্মশালী গোষ্ঠির লক্ষ্মণের। মাস কয়েক আগে বিষয়টি জানতে পারলে অনুরাধার পরিবারের সকলেই তাকে ও লক্ষ্মণকে মারধর করেন। কিন্তু তাতেও হার মানেনি তারা। পরে ৩ ডিসেম্বর হায়দারাদের আর্য সমাজে গিয়ে অনুরাধা ও লক্ষ্মণ বিয়ে করেন।

এদিকে, গত শনিবার প্রায় তিন সপ্তাহ পর দুজনেই গ্রামে ফিরে আসেন। খবর পেয়ে সেদিন রাতেই লক্ষ্মণকে মারধর করে তার বাড়ি (স্বামী) থেকে অনুরাধাকে নিয়ে যায় বাবা। এরপর মেয়ের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি।

পুলিশ জানায়, ওই ঘটনার সময় অনুরাধার পরিবার দাঁড়িয়ে তামাশা দেখছিলো। পুড়ে যাওয়া সম্পূর্ণ হলে অনুরাধার হাড়গোড় ফেলে দেয়া হয় পাশের একটি খালে। সেখান থেকে দেহের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। 

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত