মেয়র খোকনকে ওবায়দুল কাদের-‘অতি কথনে বিপদ বাড়ে’

শেষ পর্যন্ত মুখ খুলতে হলো ওবায়দুল কাদেরকে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে কথা না বলে কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি মেয়রকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের এসময় বলেন, ‘আমরা অনেক সময় দায়িত্বহীন কথা বলে থাকি। সকলের দায়িত্বশীল কথা বলা উচিত। ডেঙ্গুকে সহজভাবে নেয়ার উপায় নেই। অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে বলে আমরা যে নিজেদের দায়িত্ব অপেক্ষা করব, এটারও কোনো সুযোগ নেই। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাই কথা না বলে যার যার কাজে মনোনিবেশ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ভেবেছিলাম শুধু আমাদেরই ডেঙ্গু। কিন্তু এখন দেখছি তা চীন, ফিলিপাইন এমনকি ভিয়েতনাম পর্যন্ত ছড়িয়ে গেছে। এটা এখন আর কোনো দেশীয় রোগ নয়। দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবেও এর প্রকোপ বাড়ছে।’
মন্ত্রী বলেন, এটার প্রকোপ আন্তর্জাতিকভাবে বাড়ছে, সে জন্য এটাকে উপেক্ষা করার কোনো কারণ নেই। আমাদের জনগণকে আমাদেরকেই বাঁচাতে হবে। মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রীও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। দুই সিটি কর্পোরেশন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। সমন্বিতভাবে আমাদের ডেঙ্গু প্রতিরোধে অংশ নিতে হবে।
মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুকে সহজভাবে দেখার কোনো উপায় নেই। যারা এটা নিয়ে গুজব ছড়াচ্ছেন তাদেরকেও বলি, আসুন আমরা সবাই মিলে সামাজিক সচেতনতা গড়ে তুলি।’
মেয়র খোকনের মুখে ‘লাগাম’ দিলেন কাদের
রাজধানীর দুই নগর পিতার ওপর অত্যন্ত বিরক্ত মহানগর আওয়ামী লীগ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু মোকাবিলায় তাদের সীমাহীন ব্যর্থতায় জনসাধারণের মতো সরকারি দলও রীতিমতো অসন্তুষ্ট। একইসঙ্গে এরকম পরিস্থিতি মোকাবিলায় মহানগর আওয়ামী লীগকে সঙ্গে না নেয়া এবং মহানগর আওয়ামী লীগের পরামর্শ গ্রহণ না করাসহ নানা বিষয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দুই মেয়র উত্তরের আতিকুল ইসলাম ও দক্ষিণের সাঈদ খোকনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। তবে অতিকথনের জন্য দক্ষিণ সিটি মেয়র খোকনের ওপর স্পষ্ট অসন্তুষ্ট ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা।
বিশেষ করে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সাম্প্রতিক নানারকম বিতর্কিত আর বেখাপ্পা বক্তব্য এবং অতিকথনকে আওয়ামী লীগেইতিবাচক মনে করছে না। এটা পরিষ্কার হলো শুক্রবার দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যে।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, ওবায়দুল কাদের গতকালই (বৃহস্পতিবার) সাঈদ খোকনকে ফোন করেন। এসময় মেয়র সাঈদ খোকনকে কম কথা বলার পরামর্শ দেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের ওই ফোন কলে তাকে তিনদফা নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনাগুলো হচ্ছে- ডেঙ্গু মোকাবিলায় ব্যবহার করা ওষুধ যদি অকার্যকর হয় তাহলে অবিলম্বে কার্যকর ওষুধের ব্যবস্থা করা। দ্বিতীয়ত- যে হাসপাতালগুলোতে রোগীরা আছে সেই হাসপাতালগুলোতে গিয়ে গিয়ে তাদের খোঁজ-খবর নেয়া এবং তৃতীয়ত- ডেঙ্গুর উৎসস্থলগুলো বন্ধের জন্য সিটি করপোরেশনের দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেয়া।
ফোনালাপে মেয়র খোকনকে কম কথা বলার জন্য বলেছেন কাদের। তিনি তাঁকে পরামর্শ দিয়ে বলেন, ‘অতি কথনে বিপদ বাড়ে।’ তিনি মেয়রকে কথা কম বলে ডেঙ্গু মোকাবিলায় জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে, ডেঙ্গু মোকাবেলোসহ অন্যান্য বিষয়ে মেয়রদের ওপর আওয়ামী লীগ আর নির্ভর করতে চায় না। দলের পক্ষ থেকে তাই আজ (শুক্রবার) রাজধানীর পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করা হচ্ছে, ডেঙ্গু মোকাবিলায় আওয়ামী লীগ সক্রিয় হয়ে মাঠে নামছে। মেয়রদের দায়িত্বহীন কথাবার্তায় না ভুলে ডেঙ্গু দমনে কর্মীদের শক্তিকে সরাসরি ব্যবহার করতে চাইছে এবার আওয়ামী লীগ।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ