মেসিহীন আর্জেন্টিনার সহজ জয়
স্পোর্টস ডেস্ক
ছবি সংগৃহীত
মেক্সিকোর বিপক্ষে মেসিহীন আর্জেন্টিনা সহজ জয় পেয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে আর্জেন্টিনার করদোবায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা।
বিরতির আগে রামিরো ফুনেস মোরির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষের দিকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারত মেক্সিকো। কিন্তু রাউল হিমিনেসের হেডে বল লাগে পোস্টে। কিছুক্ষণ পরই ডি-বক্সের ভেতর থেকে নেওয়া ফাবিয়ানের শট দুর্দান্তভাবে ঠেকান আর্জেন্টিনা গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন।
ম্যাচের ৩৮তম মিনিটে ভাগ্য ভাল হলে লিড নিতে পারতো আর্জেন্টিনা। কিন্তু দিবালার দুর্দান্ত শট পোস্টের ঠিক সামনে থাকা লাউতারো মার্তিনেসের হেড পা দিয়ে কোনোমতে গোলরক্ষক গিলের্মো ওচোয়া ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত দিবালার ফ্রি-কিকে হেডে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন মোরি।
বিরতির পরো আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। তাইতো ৮৩তম মিনিটে সারাভিয়ার ক্রস থেকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুন করে আর্জেন্টিনা। সে সময় বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন মেক্সিকোর ইসাক ব্রিসুয়েলা। শেষ পর্যন্ত আর কোন দল গোল না পেলে ২-০ গোলের সহজ জয় নিয়ে হাসিমুখেই মাঠ ছাড়ে মেসিহীন আর্জেন্টিনা।
এ নিয়ে ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে পাঁচ ম্যাচে তিনটিই জিতল আর্জেন্টিনা। অন্যদিকে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হারল মেক্সিকো।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল