মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
বাঁ পায়ের দুর্দান্ত দুই ফ্রি-কিকে জোড়া গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এস্পানিওলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
শনিবার (৮ ডিসেম্বর) এস্পানিওলের মাঠে দুর্দান্ত ছিলেন মেসি-সুয়ারেজরা। ম্যাচের ১৭ মিনিটেই চমক দেখান মেসি। ডি-বক্সের অনেকটা বাইরে ফ্রি-কিক পায় বার্সা। সেখান থেকে বাঁ পায়ের দারুণ শটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার (১-০)। মেসির পর গোল ব্যবধান বাড়ান উসমান দেম্বেলে।ম্যাচের ২৬ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ডিফেন্স ফাঁকি দিয়ে ডান পায়ের দারুণ শটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড (২-০)।
প্রথমার্ধে আরও বেশক’টি সুযোগ পেয়েছিল বার্সা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি সুয়ারেজরা। তবে বিরতির আগে ম্যাচের ৪৫ মিনিটে গোল পান সুয়ারেজ। উসমান দেম্বেলের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে গোলবারের কাছে গিয়ে ডিফেন্স আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান উরুগুইয়ান এই স্ট্রাইকার। চলতি লিগে এ নিয়ে ১০টি গোল আছে সুয়ারেজের। তাতেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর ম্যাচে ফিরতে লড়াই করে এস্পানিওল। তবে ঘরের মাঠে তেমন কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৬৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান মেসি (৪-০)। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে বাঁ পায়ের দারুণ এক ফ্রি-কিকে ম্যাচে জোড়া এবং চলতি লিগের ১১তম গোলের দেখা পান আর্জেন্টাইন স্ট্রাইকার। ১১ গোল করে চলতি লিগে গোলদাতার তালিকার শীর্ষে ছিলেন ক্লাব জিরোনার ক্রিস্থিয়ান স্তুয়ানি। এবার তার সঙ্গে তালিকার শীর্ষে নাম লেখালেন মেসি।
ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভারদের দল।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল