ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মৃত্যুর আগে কোথায় ছিলেন আইয়ুব বাচ্চু?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ১৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সংগীতাঙ্গনের কিংবদন্তি গিটার যাদুকর আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেয়া এই শিল্পী বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৬।

জানা গেছে, মৃত্যুর আগে বাসায় ছিলেন না আইয়ুব বাচ্চু। এমনকি ঢাকায়ও ছিলেন না তিনি। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় ফেরেন। তাহলে কোথায় ছিলেন বাচ্চু ভাই?

জানা গেছে, বুধবার রাতে এলআরবি ব্যান্ড নিয়ে রংপুরে সংগীত পরিবেশন করেছেন আইয়ুব বাচ্চু। সারারাত তার জনপ্রিয় গাওয়া গানগুলো গেয়ে উৎসুক জনতাদের মাতিয়ে রাখেন তিনি। মাঝে বেশ অস্বস্তি বোধও করছিলেন তিনি। পরে একটু সুস্থ মনে হলে আবারো রংপুরবাসীদের মাতিয়ে রাখেন আইয়ুব বাচ্চু।

পরে বৃহস্পতিবার সকালে তিনি ও তার টিম ঢাকায় ফেরেন। সকাল ৮টার দিকে বাসায় বসে ব্রেইন স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯.৪৫টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে দেশের সঙ্গিতাঙ্গন পুরোপুরি স্তব্ধ। পুরো বাংলাদেশে নেমে এসেছে শোকের ছায়া। সংগীতাঙ্গনের অনেকেই ছুটে গেছেন স্কয়ার হাসপাতালে। কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার, উপস্থাপক হানিফ সংকেত, অভিনেতা শংকর সাঁওজাল, আর্টসেল ব্যান্ডের লিংকনকে দেখা গেছে হাসপাতালে।

নিউজওয়ান২৪/জেডএস