ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মুখোমুখি হচ্ছেন মেসি ও হ্যারি কেইন!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

এতদিন চ্যাম্পিয়নস লিগ মানে রোনালদো ও মেসির গোল সংখ্যার একটা লড়াই। কিন্তু রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর থেকে এই লড়াই কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। সেই সঙ্গে আরো কয়েকটি লড়াই জমে উঠেছে। মেসি, রোনালদো, সালাহ, দিবালা, নেইমার,এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে আছেন হ্যারি কেইনও। আজ চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসি আর হ্যারি কেইনের মুখোমুখি লড়াই। বিশ্ব ফুটবলের দুই গোলমেশিনের দ্বৈরথ দেখতে রাত জাগবে ফুটবল সমর্থকরা। ম্যাচের ভেন্যু ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম।

দেশ ও ক্লাব মিলিয়ে চলতি বছরে মেসির গোল ৩৭ অন্যদিকে হ্যারি কেইনের গোল ২৯। লা লিগায় সাত ম্যাচে সাত পয়েন্ট নষ্ট করলেও এই মুহূর্তে শীর্ষেই রয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। সেখানে সাত ম্যাচে ছয় পয়েন্ট নষ্ট করে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে হ্যারি কেইনের টটেনহ্যাম হটস্পার।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বার্সেলোনা মেসির হ্যাটট্রিকের সৌজন্যে চার গোলে হারিছে পিএসভিকে। অন্যদিকে ইন্টার মিলানের কাছে ১-২ হেরে বেকায়দায় টটেনহ্যাম। তাই ঘরের মাঠে বুধবার রাতে যেকোনো মুল্যে ম্যাচটি জিততে মরিয়া টটেনহ্যাম ম্যানেজার মাওরিসিও পোচেত্তিনো। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে এর বিকল্প কিছু নেই তাদের সামনে।

এই মুহূর্তে বার্সার বড় সমস্যা রক্ষণ। লা লিগার শেষ তিন ম্যাচে পাঁচ গোল হজম করেছে ভালভার্দের দল। তার উপর এই ম্যাচে কার্ড সমস্যার জন্য নেই বার্সার ফরাসি সেন্টার ব্যাক স্যামুয়েল উমতিতি। চোটের কারণে নেই রবার্তোও। অন্যদিকে দীর্ঘদিন গোল বঞ্চিত লুইস সুয়ারেজ। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ অ্যাওয়ে ম্যাচে শেষ গোল করেছিলেন সুয়ারেজ। ফলে ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতে ফিরতে সেই মেসিই ভরসা বার্সেলোনা সমর্থকদের।

মেসি এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিরুদ্ধে খেলেননি। এর আগে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে দুই বার। যার মধ্যে এক বার জিতেছে বার্সেলোনা। আর অন্যটি ড্র।

তাই বাঁচা মরার লড়াইয়ে মেসির বিপক্ষে হ্যারি কেইন কতোটা ঝড় তুলতে পারেন তারই অপেক্ষায় ফুটবল বিশ্ব।

নিউজওয়ান২৪/জেডএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত