ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যায় সৎ ভাইসহ ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ৩০ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে কুপিয়ে হত্যা মামলায় সৎ ভাই জাকির হোসেনসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সেই সাথে আরেক আসামি আব্দুল মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার ৩ নং দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মনির কামাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন জাকিরের সহযোগী আমজাদ হোসেন।

আসামিরা সবাই নরসিংদীর শিবপুর থানার বিরাজনগর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সাথে তার সৎ ভাই জাকিরের বিরোধ ছিল। ২০১৬ সালের ২৬ মার্চ রাতে আব্দুল হাই বাজার থেকে ফেরার পথে বিরাজনগর গ্রামে আসামিরা তার ওপর ছোরা ও চাপাতি নিয়ে হামলা চালায়।

পরে তাকে আহত অবস্থায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে সেখানে তিনি মারা যান।

এ ঘটনায় আব্দুল হাইয়ের বড় ছেলে রিমান মিয়া বাদি হয়ে শিবপুর থানায় মামলা করেন। ২০১৭ সালের ২২ জানুয়ারি পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর রহমান মামলার অভিযোগপত্র জমা দেন।

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত