ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

মিটফোর্ডে ‘অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ৮ মার্চ ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ ক্যামিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মিটফোর্ডে ব্যবসায়ী ও জনসাধারণের সচেতনতা বাড়াতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, বিশেষ অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে গোডাউন ও নিষিদ্ধ ২৯টি কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। এ সময় ব্যবসায়ীদের দাবিগুলোর বিষয়ে তার পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া বিশেষ অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ ব্যবসায়ীদের সহযোগিতার করার কথা বলেন। তিনি ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলে জানান।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত